Ajker Patrika

আর্থিক দ্বন্দ্বে হত্যা করা হয় মোহসেনাকে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ১৫
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ার নন্দীরপাড়া গ্রামের মোহসেনা আক্তার (৩৬) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. রিদুয়ান ও তাঁর সহযোগী মো. সুজন। গত বৃহস্পতিবার চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেবের আদালতে ১৬৪ ধারায় তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত বুধবার মো. রিদুয়ান ও মো. সুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

আদালতকে দেওয়া জবানবন্দি তাঁরা বলেন, মোহসেনা আক্তার রিদুয়ানের পূর্ব পরিচিত। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক লেনদেন ছিল। গত মঙ্গলবার মোহসেনাকে টাকা দেওয়ার কথা বলে কক্সবাজার শহর থেকে চকরিয়া ডেকে নেন মো. রিদুয়ান। সেখানে চাচাতো বোনের ছেলে মো. রিদুয়ানসহ মোহসেনার সঙ্গে দেখা করেন তিনি। চকরিয়া পৌরশহর থেকে বন্ধুর বাড়িতে নেওয়ার কথা বলে মোহসেনাকে পেকুয়া উপজেলা সদরে নিয়ে আসেন রিদুয়ান ও সুজন।

জবানবন্দিতে আরও বলেন, পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় গাড়ি থেকে নেমে বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে নির্জন বিলে নেওয়া হয় মোহসেনাকে। রাতে তিনজনই সেখানে হাটতে থাকেন। এর আগেই রিদুয়ান সুজনকে নির্দেশ দেন মোহসেনাকে ছুরিকাঘাত করে হত্যা করতে। এ সময় মোহসেনার পেটে সাত বার ছুরিকাঘাত করেন সুজন। মোহসেনা মাটিতে পড়ে গেলে তাঁর হাত ও পায়ের রক্তনালি কেটে দেন তাঁরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মো. রিদুয়ান ও মো. সুজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদলতে জবানবন্দি দিয়েছেন। আদালত জবানবন্দি গ্রহণ করে দুজনকে কারাগারে পাঠিয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক লেনদেনের দ্বন্দ্বে মোহসেনাকে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত