Ajker Patrika

৫০ শিক্ষার্থী পেল এক বছরের পড়ার খরচ

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯: ২১
৫০ শিক্ষার্থী পেল এক বছরের পড়ার খরচ

গোলাপগঞ্জে অসচ্ছল শিক্ষার্থীরা ১ বছরের পড়ালেখার খরচ পেল। উপজেলার তুরুকবাগ গ্রামের সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর পড়ালেখার খরচ দিয়েছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার বাঘা ইউনিয়নের তুরুকবাগে তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হয়।

সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষ তার স্বপ্নে চেয়েও বড় হয়। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নেই। কিন্তু নানা বাধার কারণে অনেকে শিক্ষা অর্জনের পথ থেকে ঝরে যায়। তাদের অনেকের মেধা যাচাইয়ের সুযোগ আমরা পাই না। তারাও যেন নিজেদের মেধা প্রকাশের সুযোগ পায় না।’

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের বৃত্তিটা তাই শুধু শিক্ষাবৃত্তি। কারণ অন্যান্য সময় শুধু মেধাবীদের বৃত্তি দেওয়া হয়। কিন্তু পরীক্ষায় মেধাবী তালিকার বাইরেও অনেক মেধাবী থাকে। তাদের উৎসাহ দিতেই এই শিক্ষাবৃত্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মঞ্জুর শাফী এলিম, ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরী শাহেদ।

বিশেষ অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মঞ্জুর শাফী এলিম বলেন, শিক্ষার্থীদের এখন পড়াশোনার সময়। মনযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে একদিন নিজের স্বপ্ন ছোঁয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত