Ajker Patrika

অনিরাপদ গ্যাস সিলিন্ডার বিক্রি, দুর্ঘটনার আশঙ্কা

জামাল মিয়া, বিশ্বনাথ
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ১৭
অনিরাপদ গ্যাস সিলিন্ডার বিক্রি, দুর্ঘটনার আশঙ্কা

বিশ্বনাথ পৌর শহর ও উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে-গঞ্জে যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিক্রির শতাধিক অনুনোমোদিত দোকান রয়েছে। এসব দোকানে সরকারি আইন ও নীতিমালার তোয়াক্কা না করে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। অনিরাপদ গ্যাস সিলিন্ডার বিক্রিতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বিশ্বনাথ পৌর শহর ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুদির দোকান, পেট্রল-ডিজেল-কেরোসিনের দোকান, ওয়েল্ডিংয়ের দোকান, আবাসিক ভবন, লাকড়ির দোকান ও চায়ের দোকানে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশসহ জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানেও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে।

যেসব দোকানে সিলিন্ডার বিক্রি হচ্ছে সে সবের অধিকাংশেরই অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। কিছু দোকানে অগ্নিনির্বাপণ যন্ত্র টাঙানো থাকলেও জানা নেই এর ব্যবহার। অনেকের দোকানের যন্ত্রগুলো অকেজো ও মেয়াদোত্তীর্ণ।

গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি থাকার কথা থাকলেও কখনো কোনো অভিযান পরিচালনা করতে দেখা যায়নি বিশ্বনাথে। নজরদারি না থাকার কারণে যত্রতত্র চলছে গ্যাস সিলিন্ডার বিক্রি।

কথা হয় মাসুক মিয়া, শাহিন মিয়াসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা বলেন, বিশ্বনাথে অনেক দোকানে মেলে গ্যাস সিলিন্ডার। অনেক সময় গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার ওঠানামা করানো হয়। তখন পথচারীদের অনেক সমস্যায় পড়তে হয়। গ্যাস সিলিন্ডার অবাধে বিক্রির ফলে বাড়ছে ঝুঁকি ও দুর্ঘটনা।

এক দোকান মালিকের সঙ্গে কথা হলে তিনি জানান, কয়েক বছর ধরে ওয়েল্ডিংয়ের (ওয়ার্কশপ) দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করছি। কিন্তু কেউ নিষেধ করেনি। গ্যাস সিলিন্ডার বিক্রির কাগজপত্র আমার নেই। আর গ্যাস সিলিন্ডার তো আমাদের কোথাও গিয়ে আনতে হয় না, ডেলিভারি গাড়ি এসে দোকানে দিয়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, কেউ চাইলেই গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারবে না। কেউ করলে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নিতে হবে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি আতাউর রহমান বলেন, এটি দণ্ডনীয় অপরাধ। ইউএনও স্যার বললেই অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ‘আমরা শিগগিরই অভিযানে নামব। অবৈধভাবে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত