Ajker Patrika

টাকা পাওয়ার ৩ বছর পর হাটে শেড নির্মাণ শুরু

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২: ২৫
টাকা পাওয়ার ৩ বছর পর হাটে শেড নির্মাণ শুরু

কাউনিয়ায় সরকারি তহবিল থেকে টাকা উত্তোলনের তিন বছর পর হারাগাছ ইউনিয়নের খানসামা হাটে শেড নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন গতকাল মঙ্গলবার দুপুরে নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহমেদ ও সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম পলাশ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, খানসামা হাটে শেড নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থবছরে হাটবাজার তহবিল থেকে ৮ লাখ ৭২ হাজার ১১০ টাকা বরাদ্দ আসে। পরে এ বিষয়ে দরপত্র আহ্বান করা হয়। ওই অর্থবছরে ইউএনওর সাক্ষরে নির্মাণকাজ শুরু দেখিয়ে সরকারি তহবিল থেকে ৫০ ভাগ টাকা উত্তোলন করা হয়।

কিন্তু কিছু জটিলতার কারণে ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে নির্মাণকাজ শুরু করতে পারেনি। জটিলতায় শেষ হওয়ায় গতকাল কাজ শুরু করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন ইউএনওর নজরদারি না থাকায় সরকারি তহবিল থেকে টাকা উত্তোলনের পরেও নির্মাণকাজ শুরু করা হয়নি।

যোগাযোগ করা হলে ইউএনও তাহমিনা তারিন বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে এই উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন বর্তমানে ঢাকা সচিবালয় থাকা মোছা. উলফাত আরা বেগম। এ ব্যাপারে তিনি ভালো বলতে পারবেন।’

এ প্রসঙ্গে উলফত আরা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত