Ajker Patrika

‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে’

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩: ০৩
‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন করতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান এসব কথা বলেন।

সাংসদ আশিকুর গতকাল শনিবার মিঠাপুকুর কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় তিনি ভার্চুয়ালি সংযুক্ত হন। অনুষ্ঠানে তিনজন বীরাঙ্গনাসহ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় আশিকুর রহমান বলেন, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাংসদ জানান, বঙ্গবন্ধু বৈষম্যমুক্ত এক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন পূরণ করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ৭১ ও ৭৫-এর শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত। তিনি ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছানোর জন্য আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একসময় পরিচয় দিতে পারতেন না। তাঁরা প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে আসেন এবং আন্দোলনের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের কবল থেকে দেশকে রক্ষা করেন।

চেয়ারম্যান জানান, শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের ধারাবাহিকতা রয়েছে বলেই মানবতাবিরোধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে। মুক্তিযোদ্ধারা মর্যাদা ফিরে পেয়েছেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা বলেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বীর সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়েছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের সর্বত্র অগ্রাধিকার পাচ্ছেন জানিয়ে ইউএনও ফাতেমা সব নাগরিকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত