Ajker Patrika

১০০০ গোল পেতে মেসির কতদিন লাগবে

ভানু গোপাল রায়, ঢাকা
১০০০ গোল পেতে মেসির কতদিন লাগবে

ফ্রেঞ্চ লিগ ওয়ানে গত পরশু নিসের বিপক্ষে গোল ও সহায়তা করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ১ হাজার গোলে অবদান রাখা প্রথম ফুটবলার তিনি।

এমন রেকর্ডের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, সহস্রতম গোল করতে কত দিন লাগতে পারে মেসির? এই মুহূর্তে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১০২০ ম্যাচে ৮০৪ গোল মেসির। মাইলফলকটি ছুঁতে এখনো ১৯৬ গোলের প্রয়োজন তাঁর।

ক্যারিয়ারের সায়াহ্নে আসায় রেকর্ড গড়তে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে মেসিকে। বর্তমানে ৮৩৪ গোলে সবার ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রযুক্তির উৎকর্ষের এই আধুনিক সময়ে কোনো ফুটবলার রেকর্ডটি করতে না পারলেও পেলে ও রোমারিও দাবি করেন, তাঁরা ১০০০ গোলেরও বেশি করেছেন। দুই ব্রাজিলিয়ান কিংবদন্তির গোলের সঠিক হিসাব নেই বলেই তাঁদের দাবি স্বীকৃতি পায়নি সবমহলে। এখন যদি কারও সুযোগ থাকে তবে সেটা মেসি আর রোনালদোর।

 রোনালদোর বয়স ৩৮ হওয়ায় পর্তুগিজ তারকার সুযোগটাও কমে এসেছে। সেদিক তাঁর ২ বছরের ছোট মেসির কিছুটা হলেও সুযোগ রয়েছে। তবে রেকর্ডটি গড়তে হলে মেসিকে আরও সাড়ে চার-পাঁচ মৌসুম টানা খেলতে হবে। এখন পর্যন্ত ১৯ মৌসুমে গড়ে ৪২ দশমিক ৩২ গোল করেছেন তিনি। এভাবে এগোতে থাকলে সহস্রতম গোলের রেকর্ড করতে আরও অন্তত সাড়ে ৪ বছর লাগবে মেসির।

কাতার বিশ্বকাপের আগে টুর্নামেন্ট শেষে অবসরে যাওয়ার কথা জানালেও পরে আজন্ম স্বপ্ন পূরণের পর খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মেসি। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও তাঁকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেখার আগ্রহও প্রকাশ করেছেন। সবকিছু মেসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে দেখা যেতেও পারে মেসিকে। আর ধারণা সত্যি হলে রেকর্ডটি হওয়ার সম্ভাবনাই আছে। ফিটনেস আর বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে রেকর্ডটা নিজের করে নিতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত