বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকে উল্লেখযোগ্য নাম খালেদ খান। যুবরাজ নামেই যিনি স্মরণীয় হয়ে আছেন। ‘রূপনগর’ ধারাবাহিকে তাঁর মুখে উচ্চারিত সংলাপ ‘ছি ছি ছি তুমি এত খারাপ’ এখনো আওড়ান অনেকে। এই নির্দেশক ও অভিনেতা মঞ্চনাটকে যাত্রা শুরু করেন নাগরিক নাট্য সম্প্রদায়ের হাত ধরে। ‘দেওয়ান গাজীর কিস্সা’, ‘নূরলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও’ নাটকগুলোতে অভিনয় ছাড়াও অসংখ্য নাটকের নির্দেশনা দিয়েছেন খালেদ খান। দীর্ঘদিন মোটর নিউরন সমস্যায় ভুগে মাত্র ৫৭ বছর বয়সে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান যুবরাজ।
যুবরাজের সহধর্মিণী মিতা হক। রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে তিনি বাংলাদেশ শুধু নয়, পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। তাঁর এককভাবে মুক্তি পাওয়া ২৪টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি প্রকাশ হয়েছে ভারত থেকে, ১০টি বাংলাদেশ থেকে। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিতা হক। গত বছরের ১১ এপ্রিল প্রয়াত হন তিনি।
খালেদ খান ও মিতা হক—এই দুই প্রখ্যাত শিল্পীর স্মরণে বরাদ্দ রাখা হয়েছে আজকের সন্ধ্যাটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ আয়োজন করা হয়েছে ‘মিতা যুবরাজ উৎসব’। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। অভিনয়, আবৃত্তি, নৃত্য আর গানে গানে স্মরণ করা হবে এ দুই কিংবদন্তিকে।
খালেদ খান ও মিতা হক দম্পতির মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা জানিয়েছেন, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। নৃত্য পরিবেশন করবেন র্যাচেল প্রিয়াংকা, সামিনা হোসেন প্রেমা ও কস্তুরী মুখার্জি। গান গাইবেন আরিফ বাউল ও গানের দল সুরতীর্থ। ‘আবছায়ায় যুবরাজ’ নামে নাটকও মঞ্চস্থ হবে এ আয়োজনে। মাসুম রেজার রচনা ও মোস্তাফিজ শাহীনের নির্দেশনায় এ নাটকে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, ত্রপা মজুমদার ও জ্যোতি সিনহা।
উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মফিদুল হক, রতন সিদ্দিকী, বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ লিসা। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘মিতা যুবরাজ উৎসব’।
বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকে উল্লেখযোগ্য নাম খালেদ খান। যুবরাজ নামেই যিনি স্মরণীয় হয়ে আছেন। ‘রূপনগর’ ধারাবাহিকে তাঁর মুখে উচ্চারিত সংলাপ ‘ছি ছি ছি তুমি এত খারাপ’ এখনো আওড়ান অনেকে। এই নির্দেশক ও অভিনেতা মঞ্চনাটকে যাত্রা শুরু করেন নাগরিক নাট্য সম্প্রদায়ের হাত ধরে। ‘দেওয়ান গাজীর কিস্সা’, ‘নূরলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও’ নাটকগুলোতে অভিনয় ছাড়াও অসংখ্য নাটকের নির্দেশনা দিয়েছেন খালেদ খান। দীর্ঘদিন মোটর নিউরন সমস্যায় ভুগে মাত্র ৫৭ বছর বয়সে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান যুবরাজ।
যুবরাজের সহধর্মিণী মিতা হক। রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে তিনি বাংলাদেশ শুধু নয়, পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। তাঁর এককভাবে মুক্তি পাওয়া ২৪টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি প্রকাশ হয়েছে ভারত থেকে, ১০টি বাংলাদেশ থেকে। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিতা হক। গত বছরের ১১ এপ্রিল প্রয়াত হন তিনি।
খালেদ খান ও মিতা হক—এই দুই প্রখ্যাত শিল্পীর স্মরণে বরাদ্দ রাখা হয়েছে আজকের সন্ধ্যাটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ আয়োজন করা হয়েছে ‘মিতা যুবরাজ উৎসব’। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। অভিনয়, আবৃত্তি, নৃত্য আর গানে গানে স্মরণ করা হবে এ দুই কিংবদন্তিকে।
খালেদ খান ও মিতা হক দম্পতির মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা জানিয়েছেন, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর। নৃত্য পরিবেশন করবেন র্যাচেল প্রিয়াংকা, সামিনা হোসেন প্রেমা ও কস্তুরী মুখার্জি। গান গাইবেন আরিফ বাউল ও গানের দল সুরতীর্থ। ‘আবছায়ায় যুবরাজ’ নামে নাটকও মঞ্চস্থ হবে এ আয়োজনে। মাসুম রেজার রচনা ও মোস্তাফিজ শাহীনের নির্দেশনায় এ নাটকে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, ত্রপা মজুমদার ও জ্যোতি সিনহা।
উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মফিদুল হক, রতন সিদ্দিকী, বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ লিসা। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘মিতা যুবরাজ উৎসব’।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪