Ajker Patrika

নির্বাচনের প্রতীক পেলেন ৩ মেয়র প্রার্থী

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ০৩
নির্বাচনের প্রতীক পেলেন ৩ মেয়র প্রার্থী

পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গত শুক্রবার এই বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা, জায়দুল ইসলাম জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল ও সুলতান মিয়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীক পেয়েছেন।

আরেক মেয়র প্রার্থী সায়দুর রহমান স্বতন্ত্র হিসেবে আছেন। তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে তিনি হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে। তিনি আজ রোববার রায়ের কপি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনের কাছে জমা দেবেন। পরে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

জাপার মেয়র প্রার্থী জায়দুল ইসলাম বলেন, ‘এক সময় পীরগঞ্জবাসী লাঙ্গলের ভক্ত ছিল। পীরগঞ্জ ছিল লাঙ্গলের দুর্গ। এখন আমাদের জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ নেই। তারপরও জনগণ লাঙ্গলে ভোট দিয়ে এরশাদের আদর্শকে লালন করবে বলে আমার বিশ্বাস।’

নৌকার প্রার্থী তাজিমুল ইসলাম বলেন, ‘পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি এবং এখানকার বর্তমান সাংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগ সরকার পীরগঞ্জসহ দেশে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারেরা নৌকা মার্কায় ভোট দেবেন বলে আমরা বিশ্বাস করি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হক জানান, আগামী ২৮ নভেম্বর পীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত