Ajker Patrika

নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৩
নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নে ৩ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নৌকা বাইচ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ নৌকা বাইচ দেখতে মারতা ব্রিজে ভিড় করে হাজারো মানুষ। গাদাগাদি করে ব্রিজসহ আশপাশের এলাকায় দাঁড়িয়ে বাইচ দেখে বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা আগের মতো এখন আর হয় না। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরেয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত