Ajker Patrika

অফিস সহকারী সাময়িক বরখাস্ত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ২১
অফিস সহকারী সাময়িক বরখাস্ত

শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মোস্তাফিজুর রহমান সদাগরকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৬ নভেম্বর বিদ্যালয়ের কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারেন।

জানা গেছে, গত ৭ এপ্রিল হালগড়া রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও খোশালপুর দিয়েলপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমান ওরফে সদাগরসহ কয়েকজন একই গ্রামের মো. ওয়াহেদ আলীসহ তার স্ত্রী ও আত্মীয়স্বজনকে মারপিট করে গুরুতর জখম করে। ওই ঘটনায় ওয়াহেদ আলী বাদী হয়ে মো. মোস্তাফিজুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন। এ মামলায় আদালত মোস্তাফিজুর রহমান সদাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে মো. মোস্তাফিজুর রহমান সদাগর গত ১৫ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

হালগড়া রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বলেন, কারাভোগের কারণে কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন তালুকদার বলেন, একটি অবগতি পত্র পেয়েছি। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত