Ajker Patrika

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার যমজ ভাই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
নিখোঁজের ১০ দিন পর উদ্ধার যমজ ভাই

পাবনার চাটমোহর উপজেলার যমজ ভাইয়ের নিখোঁজের ১০ দিন পর সন্ধান মিলেছে। গত শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।

যমজ ভাইয়ের নাম ইশান ইসলাম ও তুষান ইসলাম (১৪)। তারা উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা গ্রামের তফিকুল ইসলামের ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, যমজ দুই ভাই ঢাকার শ্যামপুর থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে চাটমোহর থানার উপপরিদর্শক মঈনুল হোসেন মিলনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে যমজ দুই ভাই ইশান ও তুষানকে ঢাকার হোটেল সিটি প্যালেস উদ্ধার করে।

ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, চাটমোহর থানায় যমজ দুই কিশোরকে নিয়ে এসে তাদের বাবা-মায়ের কাছে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর সকালে দুই ভাই কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরে সন্ধান না পাওয়ায় গত রোববার তাদের বাবা তফিকুল ইসলাম চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত