Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

বাবুগঞ্জে প্রাথমিক স্তরের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর স্কুলের ক্লাস চলাকালীন সময় সহপাঠীর সঙ্গে পেছনের বেঞ্চে বসলে প্রধান শিক্ষক আব্দুল সালাম বেপারী মেয়েটির পাশে বসা শিক্ষার্থীকে কৌশল অন্য জায়গায় বসান।

পরে এ সুযোগে প্রধান শিক্ষক ওই শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করলে সে ভয় পেয়ে ক্লাস থেকে বের হয়ে পাশে মামার বাড়িতে গিয়ে কাঁদতে শুরু করে। পরদিন বাড়িতে গিয়ে মার কাছে ঘটনাটি খুলে বলে। তখন শিক্ষার্থীর মা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে বিষয়টি জানান। ব্যবস্থাপনা কমিটি ঘটনাটির সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

কিন্তু ৩-৪ দিন পার হলেও স্থানীয় ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি প্রধান শিক্ষক আব্দুল সালাম বেপারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এতে শিশুটির মা বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে বাবুগঞ্জ থানায় সোমবার রাত সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

প্রধান শিক্ষক আব্দুল সালামের মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত