Ajker Patrika

প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের সভা

কানাইঘাট প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ১৭
প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের সভা

কানাইঘাট উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য গত মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, যুবলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. আহমদ আল কবির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন।

সভায় ৯ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বাছাই করা হয়। প্রাথমিকভাবে বাছাইকৃতরা হলেন-লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপিতে এম তমিজ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপিতে তুতা মিয়া, দিঘীরপার পূর্ব ইউপিতে আব্দুল বাসিত, সাতবাঁক ইউপিতে আব্দুল মন্নান, বড়চতুল ইউপিতে মুবশ্বির আলী চাচাই, সদর ইউপিতে আফছার আহমদ, ঝিংগাবাড়ী ইউপিতে হারুন রশিদ এবং রাজাগঞ্জ ইউপিতে আলী আকবর চৌধুরী কুহিনুর।

এ ছাড়া দক্ষিণ বানীগ্রাম ইউপিতে মাসুদ আহমদ ও বাবুল রানার ভোট সমান হওয়ায় দুজনকেই প্রাথমিকভাবে বাছাই করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত