Ajker Patrika

র‍্যাবের সদস্যরা মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৩
র‍্যাবের সদস্যরা মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা ও প্রয়োজনীয় ক্ষেত্রে মানবিক সহায়তা কার্যক্রম চলমান রাখতে র‍্যাবের প্রত্যেক সদস্যই মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত।

গতকাল বিকেলে যাত্রাবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে র‍্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চৌধুরী মামুন এসব কথা বলেন। যাত্রাবাড়ীর পাড়াডগার মান্নান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রায় ৬০০ প্রতিবন্ধীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‍্যাবের মহাপরিচালক বলেন, দেশে প্রতিবন্ধীদের অনেকেই অসহায় জীবনযাপন করেন। মানবিক বিপর্যয় রোধে র‍্যাব এসব অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে চায়। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র‍্যাব তাদের মানবিক সহায়তা দিচ্ছে।

র‍্যাবের নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, র‍্যাবের সদস্যরা দেশের সর্বস্তরের জনগণের কল্যাণে সব সময় কাজ করছেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর প্রত্যেক সদস্যের দেশপ্রেম, আন্তরিকতা, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারি মনোভাবের ফলে র‍্যাব জনগণের আস্থার আসনে আসীন হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালকসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত