নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। করোনাভাইরাস সংক্রমণের কারণে গেল দুই বছর এই কার্যক্রম অনেকটা থমকে ছিল। তবে এখন থেকে নিয়মিত শুনানির আয়োজন করবে সংস্থাটি। ২৮ মার্চ রংপুর জেলা দিয়ে শুরু হবে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার এই কার্যক্রম।
দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শাফিউল্লাহ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৮ মার্চ রংপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থাটির কমিশনার (তদন্ত) জহুরুল হক। সকাল ১০টা থেকে রংপুর টাউন হল অডিটোরিয়ামে গণশুনানি কার্যক্রম শুরু হবে।
শাফিউল্লাহ জানান, ‘তথ্য পাওয়া আমার আইনি অধিকার’, ‘দুর্নীতিমুক্ত দেশ আমার সাংবিধানিক অধিকার’, ‘সেবা পাওয়া আমার নাগরিক অধিকার’-এই স্লোগান নিয়ে রংপুরে শুরু হচ্ছে এবারের গণশুনানি কার্যক্রম।
দুদক জানিয়েছে, রংপুর মহানগরীর সরকারি যেকোনো অফিসে সেবা পেতে হয়রানির শিকার ভুক্তভোগীদের অভিযোগ জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী অভিযোগ বুথে ২৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত অভিযোগ জমা দেওয়া যাবে। নির্ধারিত বুথ ছাড়াও রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আকবর হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ ও সহকারী পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ জানানো যাবে।
অভিযোগের বিষয়ে দুদক জানায়, এবারের শুনানিতে রংপুর সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস, সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পল্লিবিদ্যুৎ সমিতি, কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এবং কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিষয়ে অভিযোগ জানানো যাবে।
এ ছাড়া গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, প্রাণিসম্পদ অধিদপ্তর, জোনাল সেটেলমেন্ট অফিস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, বন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, বিআরটিএ, খাদ্য বিভাগ, রেলওয়ে স্টেশন, আয়কর বিভাগ, এলজিইডি, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, মৎস্য বিভাগ, সাব-রেজিস্ট্রি অফিস, সমবায় অফিস, শিক্ষা অফিস ও নির্বাচন অফিসসহ রংপুর মহানগরীর অন্যান্য সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি ও ভোগান্তি নিয়ে অভিযোগ করা যাবে।
দুদক ২০১৪ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গণশুনানির যাত্রা শুরু করে। কমিশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ শুনানি কার্যক্রমে বেশির ভাগ অভিযোগই থাকে পরিষেবা বিষয়ক। শুনানির সময় আইনগত সুযোগ থাকলে কিছু অভিযোগ ওই দিনই নিষ্পত্তি করা হয়।
দুদকের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ৪০, ২০১৮ সালে ২৭, ২০১৯ সালে ৩৮, ২০২০ সালে পাঁচ ও ও ২০২১ সালে একটি শুনানি হয়েছে।
দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। করোনাভাইরাস সংক্রমণের কারণে গেল দুই বছর এই কার্যক্রম অনেকটা থমকে ছিল। তবে এখন থেকে নিয়মিত শুনানির আয়োজন করবে সংস্থাটি। ২৮ মার্চ রংপুর জেলা দিয়ে শুরু হবে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার এই কার্যক্রম।
দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শাফিউল্লাহ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৮ মার্চ রংপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থাটির কমিশনার (তদন্ত) জহুরুল হক। সকাল ১০টা থেকে রংপুর টাউন হল অডিটোরিয়ামে গণশুনানি কার্যক্রম শুরু হবে।
শাফিউল্লাহ জানান, ‘তথ্য পাওয়া আমার আইনি অধিকার’, ‘দুর্নীতিমুক্ত দেশ আমার সাংবিধানিক অধিকার’, ‘সেবা পাওয়া আমার নাগরিক অধিকার’-এই স্লোগান নিয়ে রংপুরে শুরু হচ্ছে এবারের গণশুনানি কার্যক্রম।
দুদক জানিয়েছে, রংপুর মহানগরীর সরকারি যেকোনো অফিসে সেবা পেতে হয়রানির শিকার ভুক্তভোগীদের অভিযোগ জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী অভিযোগ বুথে ২৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত অভিযোগ জমা দেওয়া যাবে। নির্ধারিত বুথ ছাড়াও রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আকবর হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ ও সহকারী পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ জানানো যাবে।
অভিযোগের বিষয়ে দুদক জানায়, এবারের শুনানিতে রংপুর সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস, সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পল্লিবিদ্যুৎ সমিতি, কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এবং কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিষয়ে অভিযোগ জানানো যাবে।
এ ছাড়া গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, প্রাণিসম্পদ অধিদপ্তর, জোনাল সেটেলমেন্ট অফিস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, বন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, বিআরটিএ, খাদ্য বিভাগ, রেলওয়ে স্টেশন, আয়কর বিভাগ, এলজিইডি, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, মৎস্য বিভাগ, সাব-রেজিস্ট্রি অফিস, সমবায় অফিস, শিক্ষা অফিস ও নির্বাচন অফিসসহ রংপুর মহানগরীর অন্যান্য সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি ও ভোগান্তি নিয়ে অভিযোগ করা যাবে।
দুদক ২০১৪ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গণশুনানির যাত্রা শুরু করে। কমিশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ শুনানি কার্যক্রমে বেশির ভাগ অভিযোগই থাকে পরিষেবা বিষয়ক। শুনানির সময় আইনগত সুযোগ থাকলে কিছু অভিযোগ ওই দিনই নিষ্পত্তি করা হয়।
দুদকের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ৪০, ২০১৮ সালে ২৭, ২০১৯ সালে ৩৮, ২০২০ সালে পাঁচ ও ও ২০২১ সালে একটি শুনানি হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫