Ajker Patrika

যবিপ্রবিতে ভর্তির স্বপ্ন পূরণ নিপুনের

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ০৮
যবিপ্রবিতে ভর্তির স্বপ্ন পূরণ নিপুনের

অবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তির স্বপ্ন পূরণ হলো নীলফামারীর ছেলে নিপুন বিশ্বাসের। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে নতুন একটি আসন সৃষ্টি করে গতকাল বুধবার তাঁর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

যানজটের কারণে গত রোববার ভর্তির দিন বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে এক ঘণ্টা দেরি হয় মেধা তালিকায় ১৭ তম স্থান অর্জন করা দরিদ্র পরিবারের সন্তান নিপুন বিশ্বাসের। ততক্ষণে তাঁকে অনুপস্থিত ধরে তাঁর আসনে অন্য একজনকে ভর্তি নেওয়া হয়। সেই খবর শুনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কান্না ভেঙে পড়েন নিপুন। তাঁর সেই স্বপ্ন ভঙ্গের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে। পরে গত মঙ্গলবার ডিনস কমিটির জরুরি সভা ডেকে তাঁকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান বলেন, ‘উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মঙ্গলবার নিপুনের ভর্তির ব্যাপারে আমাদের সঙ্গে পরামর্শ করেন। সে অনুযায়ী মঙ্গলবারই ডিনস কমিটির জরুরি সভা বসে। সেখানে নিপুনকে ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাঁর ভর্তি প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে অতিরিক্ত একটি আসন সৃষ্টি করা হয়েছে, যেখানে নিপুনকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘সবকিছু জানার পর বিষয়টি মানবিক বিবেচনায় নিপুনকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত