Ajker Patrika

১২ ইউপি চেয়ারম্যানের শপথ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮: ৩৯
Thumbnail image

বরিশালের সদর উপজেলা, বানারীপাড়া ও আগৈলঝাড়ার ১২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ গতকাল রোববার সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে সদর উপজেলার রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চড়কাউয়া, চাঁদপুরা, চন্দ্রমোহন এবং বানরীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৭ ইউপি চেয়ারম্যান। এ ছাড়া আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫ চেয়ারম্যান।

গতকাল সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সব চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। অপর দিকে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় বরিশাল সদরে।

উল্লেখ্য, আগৈলঝাড়ার ৫ জন ইউপি চেয়ারম্যান দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্ঠান শেষে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত