Ajker Patrika

নিরাপদ সড়ক দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯: ২১
নিরাপদ সড়ক দিবস পালিত

নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস। সারা দেশের মতো মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সিরাজদিখান: মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানা-পুলিশের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি সাইনবোর্ড স্থাপন, যানবাহনের চালক ও হেলপারদের মধ্যে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শনী, গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে।

টঙ্গিবাড়ী: টঙ্গিবাড়ীতে গতকাল বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গিবাড়ী উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে টঙ্গিবাড়ী বাজার ঘুরে থানার সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে বেতকা ক্লাবে নিসচা টঙ্গিবাড়ী শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লৌহজং: নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় শিমুলিয়া মোড়ে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র‍্যালি শিমুলিয়া মোড় হয়ে চন্দ্রেরবাড়ী বাজারে গিয়ে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন, সংগঠনটির উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক জুয়েল ঢালী প্রমুখ।

সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ ও হাইওয়ে শিমরাইল ক্যাম্প পুলিশের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, র‍্যালি ও গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত