Ajker Patrika

আবার অসুস্থ শাহরুখ

আবার অসুস্থ শাহরুখ

কদিন আগেই হিট স্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুতে হয়েছিল শাহরুখ খানকে। আবার অসুস্থ হয়েছেন বলিউড বাদশা। চিকিৎসার জন্য ছুটে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, চোখের সমস্যায় ভুগছেন তিনি। অবশ্য মুম্বাইতে ডাক্তার দেখিয়েছেন শাহরুখ, কিন্তু কাজ হয়নি। তাই গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চড়েছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ। গত সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখ দেখান অভিনেতা। কিন্তু সেখানে আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাই চোখে যে ক্ষতিটা হয়েছে সেটা ঠিক করতে তড়িঘড়ি করেই পরদিন চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে রওনা দেন শাহরুখ। কিন্তু ঠিক কী সমস্যা হয়েছে বা তিনি কিসের চিকিৎসা করছেন, তা জানা যায়নি। 

গত মে মাসের শেষ দিকে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচে শাহরুখের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। সেদিন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান। ম্যাচের পরদিনই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শাহরুখের হিট স্ট্রোক হয়েছে। তবে বাড়াবাড়ি কিছু নয়।

প্রাথমিক চিকিৎসা শেষে এক দিনের মাথায় তাই রিলিজ দিয়ে দেওয়া হয় তাঁকে। জানা গিয়েছিল, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান। সুস্থ হয়ে তিনি ফাইনাল ম্যাচে হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। কয়েক দিন আগে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতেও অংশ নিয়েছিলেন সপরিবারে। তার পরই চোখের সমস্যা শুরু হয় তাঁর।

শাহরুখ খান। ছবি: সংগৃহীতএদিকে নিজের কাজের পাশাপাশি সন্তানদের ক্যারিয়ার গোছাতেও সহযোগিতা করছেন শাহরুখ। ছেলে আরিয়ানকে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, আরিয়ানের পরিচালনায় প্রথম সিরিজে টাকা বিনিয়োগ করেছেন। বলিউডে মেয়ে সুহানার জন্য ২০০ কোটি রুপি খরচ করে সিনেমা প্রযোজনা করছেন। নিজেও থাকছেন সেই সিনেমায়। সুজয় ঘোষের পরিচালনায় তৈরি হতে যাওয়া সিনেমাটি শাহরুখের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। জানা গেছে, স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমায় সুহানা অভিনয় করছেন একজন গোয়েন্দার ভূমিকায়, আর শাহরুখ থাকছেন সেই গোয়েন্দার পরিচালকের ভূমিকায়, যিনি রহস্য সমাধানে সুহানাকে নির্দেশনা দেবেন। এরই মধ্যে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত