Ajker Patrika

‘পাহাড়ে উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৪০
‘পাহাড়ে উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক। আওয়ামী লীগ সরকার পাহাড়ের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে।

অগ্রাধিকার দিয়ে পাহাড়ে নানা ক্ষেত্রে উন্নয়ন করছে, এর সুফলও মানুষ পাচ্ছে। এ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন হচ্ছে, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

গতকাল শুক্রবার সকালে মেঘলা এলাকায় অবস্থিত বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৭ তলা একাডেমিক-কাম-ওয়ার্কশপ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উদ্বোধনে এসে এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী।

পার্বত্য মন্ত্রী আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন এলাকার মতো পার্বত্য এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, গীর্জা, বৌদ্ধ বিহারসহ সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্যের চাকা সচল করেছে। এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৭ তলা একাডেমিক-কাম-ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আবদুস সামাদ, শৌভন দাশ, বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...