Ajker Patrika

আজ ভোট, সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৫১
আজ ভোট, সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা

ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় আজ (মঙ্গলবার) ভোট। এই পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে ৩৫ হাজার ৬৫৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫৪ জন এবং পুরুষ ভোটার ১৮ হাজার ৬০৫ জন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ১৩টি কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহাকারী রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পৌর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত থাকবেন।

ছাগলনাইয়া পৌর নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে। এখানে নয়টি ওয়ার্ডের ১৩টি ভোট কেন্দ্রে ৯৩টি বুথে ভোটগ্রহণ হবে। এ লক্ষ্যে ৯৩টি ইভিএমসহ অন্যান্য সামগ্রী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরও ৫০ শতাংশ ইভিএম সরবরাহ করা হয়।

ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট প্রার্থী দুজন। একজন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা এবং স্বতন্ত্র (বিদ্রোহী) কম্পিউটার প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য নুর মো. জাকের হায়দার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত