ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রতিদিন সকালে হাতে লম্বা ঝাড়ু নিয়ে কোর্ট চত্বরে হাজির হন আকলিমা বেগম। এরপর শুরু করেন কোর্ট চত্বর ও জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে ঝাড়ু দেওয়ার কাজ। প্রায় দুই বছর বিনা পারিশ্রমিকে পরিষ্কারের কাজ করছেন আকলিমা। এর পাশাপাশি কোর্ট চত্বরে গড়ে তুলেছেন ফুলের বাগান। তাঁর এমন কাজে খুশি আইনজীবীসহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, ৪০ বছর বয়সী আকলিমা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের তোররা এলাকার বাসিন্দা। করোনার সময় স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে চলে আসেন শহরে। সেই মামলা নিয়ে কোর্ট চত্বরে প্রতিদিনই তাঁকে আসতে হতো। এরপর থেকে আর ফিরে যাওয়া হয়নি তাঁর। প্রতিদিন সকালে কোট চত্বরে ভিড় শুরু হওয়ার আগেই তিনি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করেন। এরপরে বাগান পরিচর্যার কাজ করেন। সারা দিন কোর্ট এলাকায় থাকেন। তাঁর কোনো বিশেষ চাহিদা না থাকলেও কোর্টের বিভিন্ন আইনজীবীর দেওয়া সহযোগিতা দিয়েই দিন কেটে যায় আকলিমার। আর রাতে পৌর শহরের হঠাৎ বস্তি এলাকায় একটি ছোট্ট ঘরে গিয়ে ঘুমান তিনি।
এই কাজটা কেমন লাগে জানতে চাইলে আকলিমা বলেন, ‘এটা তো কাজ, কাজ তো করতেই হবে, ভালোই লাগে।’ কাজ করে টাকা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সঙ্গে অর্থের সম্পর্ক নেই। আছে আবেগ, দায়িত্ববোধ আর ভালোবাসা, যার কোনো মূল্য হয় না। তবে এ কাজের বিনিময় বেশি কিছু চাই না, চাই শুধু একটু সম্মান আর ভালোবাসা।’
কোর্ট এলাকার মুহুরি সাজ্জাদ হোসেন বলেন, ‘আগে কোর্ট চত্বরে অনেক ময়লা পড়ে থাকত। আমরা মাঝে মধ্যে ঝাড়ু দিতাম। সরকারিভাবে পরিচ্ছন্ন কোনো কর্মী এখানে নেই। এক দিন হঠাৎ দেখি আকলিমা সকালবেলা কোর্ট চত্বর পরিষ্কার করে চকচক করে ফেলছেন। তাঁর জন্যই কোর্ট এলাকা এখন এত পরিষ্কার।’
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর হলেই বাড়ি থেকে ঝাঁটা নিয়ে কোর্ট চত্বরে চলে আসেন আকলিমা বেগম। তারপর ঝাড়ু দেওয়ার কাজ শুরু করেন। স্বামী ও সন্তানেরা তাঁর পাশে না থাকলেও দুই বছর ধরে নিঃস্বার্থভাবে পরিচ্ছন্নতার এই কাজটি করে যাচ্ছেন তিনি।’
প্রতিদিন সকালে হাতে লম্বা ঝাড়ু নিয়ে কোর্ট চত্বরে হাজির হন আকলিমা বেগম। এরপর শুরু করেন কোর্ট চত্বর ও জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে ঝাড়ু দেওয়ার কাজ। প্রায় দুই বছর বিনা পারিশ্রমিকে পরিষ্কারের কাজ করছেন আকলিমা। এর পাশাপাশি কোর্ট চত্বরে গড়ে তুলেছেন ফুলের বাগান। তাঁর এমন কাজে খুশি আইনজীবীসহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, ৪০ বছর বয়সী আকলিমা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের তোররা এলাকার বাসিন্দা। করোনার সময় স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে চলে আসেন শহরে। সেই মামলা নিয়ে কোর্ট চত্বরে প্রতিদিনই তাঁকে আসতে হতো। এরপর থেকে আর ফিরে যাওয়া হয়নি তাঁর। প্রতিদিন সকালে কোট চত্বরে ভিড় শুরু হওয়ার আগেই তিনি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করেন। এরপরে বাগান পরিচর্যার কাজ করেন। সারা দিন কোর্ট এলাকায় থাকেন। তাঁর কোনো বিশেষ চাহিদা না থাকলেও কোর্টের বিভিন্ন আইনজীবীর দেওয়া সহযোগিতা দিয়েই দিন কেটে যায় আকলিমার। আর রাতে পৌর শহরের হঠাৎ বস্তি এলাকায় একটি ছোট্ট ঘরে গিয়ে ঘুমান তিনি।
এই কাজটা কেমন লাগে জানতে চাইলে আকলিমা বলেন, ‘এটা তো কাজ, কাজ তো করতেই হবে, ভালোই লাগে।’ কাজ করে টাকা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সঙ্গে অর্থের সম্পর্ক নেই। আছে আবেগ, দায়িত্ববোধ আর ভালোবাসা, যার কোনো মূল্য হয় না। তবে এ কাজের বিনিময় বেশি কিছু চাই না, চাই শুধু একটু সম্মান আর ভালোবাসা।’
কোর্ট এলাকার মুহুরি সাজ্জাদ হোসেন বলেন, ‘আগে কোর্ট চত্বরে অনেক ময়লা পড়ে থাকত। আমরা মাঝে মধ্যে ঝাড়ু দিতাম। সরকারিভাবে পরিচ্ছন্ন কোনো কর্মী এখানে নেই। এক দিন হঠাৎ দেখি আকলিমা সকালবেলা কোর্ট চত্বর পরিষ্কার করে চকচক করে ফেলছেন। তাঁর জন্যই কোর্ট এলাকা এখন এত পরিষ্কার।’
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর হলেই বাড়ি থেকে ঝাঁটা নিয়ে কোর্ট চত্বরে চলে আসেন আকলিমা বেগম। তারপর ঝাড়ু দেওয়ার কাজ শুরু করেন। স্বামী ও সন্তানেরা তাঁর পাশে না থাকলেও দুই বছর ধরে নিঃস্বার্থভাবে পরিচ্ছন্নতার এই কাজটি করে যাচ্ছেন তিনি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪