Ajker Patrika

‘চাই শুধু একটু সম্মান’

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৩: ৫৫
‘চাই শুধু একটু সম্মান’

প্রতিদিন সকালে হাতে লম্বা ঝাড়ু নিয়ে কোর্ট চত্বরে হাজির হন আকলিমা বেগম। এরপর শুরু করেন কোর্ট চত্বর ও জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে ঝাড়ু দেওয়ার কাজ। প্রায় দুই বছর বিনা পারিশ্রমিকে পরিষ্কারের কাজ করছেন আকলিমা। এর পাশাপাশি কোর্ট চত্বরে গড়ে তুলেছেন ফুলের বাগান। তাঁর এমন কাজে খুশি আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, ৪০ বছর বয়সী আকলিমা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের তোররা এলাকার বাসিন্দা। করোনার সময় স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে চলে আসেন শহরে। সেই মামলা নিয়ে কোর্ট চত্বরে প্রতিদিনই তাঁকে আসতে হতো। এরপর থেকে আর ফিরে যাওয়া হয়নি তাঁর। প্রতিদিন সকালে কোট চত্বরে ভিড় শুরু হওয়ার আগেই তিনি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করেন। এরপরে বাগান পরিচর্যার কাজ করেন। সারা দিন কোর্ট এলাকায় থাকেন। তাঁর কোনো বিশেষ চাহিদা না থাকলেও কোর্টের বিভিন্ন আইনজীবীর দেওয়া সহযোগিতা দিয়েই দিন কেটে যায় আকলিমার। আর রাতে পৌর শহরের হঠাৎ বস্তি এলাকায় একটি ছোট্ট ঘরে গিয়ে ঘুমান তিনি।

এই কাজটা কেমন লাগে জানতে চাইলে আকলিমা বলেন, ‘এটা তো কাজ, কাজ তো করতেই হবে, ভালোই লাগে।’ কাজ করে টাকা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সঙ্গে অর্থের সম্পর্ক নেই। আছে আবেগ, দায়িত্ববোধ আর ভালোবাসা, যার কোনো মূল্য হয় না। তবে এ কাজের বিনিময় বেশি কিছু চাই না, চাই শুধু একটু সম্মান আর ভালোবাসা।’

কোর্ট এলাকার মুহুরি সাজ্জাদ হোসেন বলেন, ‘আগে কোর্ট চত্বরে অনেক ময়লা পড়ে থাকত। আমরা মাঝে মধ্যে ঝাড়ু দিতাম। সরকারিভাবে পরিচ্ছন্ন কোনো কর্মী এখানে নেই। এক দিন হঠাৎ দেখি আকলিমা সকালবেলা কোর্ট চত্বর পরিষ্কার করে চকচক করে ফেলছেন। তাঁর জন্যই কোর্ট এলাকা এখন এত পরিষ্কার।’

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর হলেই বাড়ি থেকে ঝাঁটা নিয়ে কোর্ট চত্বরে চলে আসেন আকলিমা বেগম। তারপর ঝাড়ু দেওয়ার কাজ শুরু করেন। স্বামী ও সন্তানেরা তাঁর পাশে না থাকলেও দুই বছর ধরে নিঃস্বার্থভাবে পরিচ্ছন্নতার এই কাজটি করে যাচ্ছেন তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত