Ajker Patrika

স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬: ৫৪
স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌতুকের জন্য সুফিয়া খাতুন (৩২) নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সুফিয়া খাতুন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের রাজমিস্ত্রি জাকিরুল ইসলামের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে জাকিরুল ইসলামের সঙ্গে সুফিয়া খাতুনের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছিল জাকিরুল। কয়েকবার মোটা অঙ্কের টাকা দেওয়ার পরও বারবার টাকা দাবি করে সে।

নিহতের বড় ভাই আব্দুর রশিদ বলেন, ‘জাকিরুল যৌতুকের দাবিতে প্রায়ই আমার বোনকে মারধর করে। গত ২৮ ডিসেম্বর সুফিয়াকে মারধর করে একটি দাঁত ভেঙে দেয়। গত বৃহস্পতিবার রাতে তাকে আবারও মারধর করে। রাত আড়াইটার দিকে সুফিয়ার চিকিৎসার জন্য কবিরাজ নিয়ে আসে জাকিরুল। আজ সকালে জানতে পারি আমার বোন মারা গেছে।

তিনি আরও বলেন, ‘সুফিয়া গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত