Ajker Patrika

ইমামকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
ইমামকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

বাবুগঞ্জে মসজিদের ইমামকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলাম পুর জাবালে নূর জামে মসজিদে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবালে নূর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছালাম মোল্লা ফজরের নামাজের পর মসজিদে বসে শিশুদের কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করেন। এ সময় মধ্য ইসলামপুর গ্রামের সৈয়দ মো. সাদেক হোসেন একটি ধারালো দা নিয়ে আসেন। তিনি মসজিদের মোয়াজ্জিন মো. খোকন মৃধার কাছে একটি ছাতা ও একটি ব্যাগ চান। তিনি ছাতা ও ব্যাগ দিতে রাজি না হওয়ায় সাদেক তাকে কোপাতে এগিয়ে যান। মোয়াজ্জিন তখন দৌড়ে পালিয়ে যান। অপরদিকে ইমাম ভয়ে মসজিদের কেচিগেটে তালা ঝুলিয়ে রাখেন। সাদেক হোসেন কেচিগেটের ভেতর দা ঢুকিয়ে কোপ দেওয়ার চেষ্টা চালান ইমামকে। ইমাম মসজিদের মাইকে গ্রামবাসীকে জানালে মসজিদের সভাপতি মো. শাহজাহান মৃধাসহ গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে। তাঁরা মো. সাদেককে গণপিটুনি দিয়ে আগরপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মহিদুল আলমের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে মসজিদের ইমাম বাদী হয়ে গতকাল বিকেলে সৈয়দ সাদেক হোসেনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত