Ajker Patrika

করোনায় ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ১৪
করোনায় ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়েছে। এ তথ্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। তবে, সচেতনমহল মনে করেন এর সংখ্যা আরও বেশি হতে পারে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২০ সালে থেকে সারা দেশে লকডাউনে বন্ধ থাকাকালে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষার্থীদের বাল্যবিবাহের তথ্য চাওয়া হয়েছিল। এ সময় উপজেলার ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২০টি হাইস্কুল ও মাদ্রাসা বাল্যবিবাহের তথ্য প্রদান করে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির ৬ জন, সপ্তম শ্রেণির ১৯ জন, অষ্টম শ্রেণির ৩৬ জন, নবম শ্রেণির ৩৪ জন ও দশম শ্রেণির ৬৯ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০২১ সালে মোহনপুর উচ্চবিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়।

জানা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বাল্যবিবাহের তথ্য গোপন করে। বিয়ে হওয়া শিক্ষার্থীর তথ্যকে ওই ফরম্যাটে বাল্যবিবাহ না দেখিয়ে ড্রপ-আউট বা অন্য কোনো অপশন দেখিয়ে তথ্য জমা দেয়। এ রকম তথ্য দেওয়া কোনো কোনো প্রতিষ্ঠানের ২০ থেকে ৪৫ জন্য শিক্ষার্থীর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম মোবাইল ফোনে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ফরম্যাটের মাধ্যমে বাল্যবিবাহের তথ্য চাওয়া হয়েছিল। সেখানে ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পাওয়া গেছে। কোনো প্রতিষ্ঠান যদি বাল্যবিবাহের তথ্য গোপন করে, তাহলে যাচাই করার জন্য পুনরায় তথ্য নেওয়া হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিরামপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তবে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বাল্যবিবাহ-সংক্রান্ত তথ্য সরকারকে না দিয়ে থাকলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত