Ajker Patrika

শিল-পাটায় শাণ দিয়ে জীবন চলে বিমলের

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৪০
শিল-পাটায় শাণ দিয়ে জীবন চলে বিমলের

পীরগঞ্জ উপজেলার গুজ্জিপাড়া গ্রামের বাসিন্দা বিমল ঘোষ (৭০)। পৈতৃক সূত্রে পাওয়া ঘিয়ের ব্যবসা ছেড়ে দিয়ে এখন জীবিকা নির্বাহ করেন শিল-পাটায় শাণ দেওয়ার কাজ করে। বিমলের বাবা প্রয়াত বোনারিলাল ঘোষ ছিলেন উপজেলার নামকরা ঘি উৎপাদক। কিন্তু নানা প্রতিবন্ধকতায় ২০ বছর আগে বাপ-দাদার পেশা ছেড়ে বিমল করছেন শিল-পাটায় শাণ দেওয়ার কাজ।

কথা হলে বিমল ঘোষ আজকের পত্রিকাকে জানান, আকারভেদে প্রতিটি শিল-পাটায় শাণ দিতে ৫০ থেকে ১২০ টাকা মজুরি নেন তিনি। তবে আগের তুলনায় কাজ কমেছে। গুঁড়া মসল্লাসহ সবকিছু প্যাকেটজাত ও ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক মেশিনের ব্যবহার বাড়ায় শিল-পাটার ব্যবহার কমে গেছে।

বিমল ঘোষ জানান, দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে তাঁর কোমর ও মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়েছে। এখন দিনে তিন-চারটির বেশি কাজ করতে পারেন না। তাঁর দুই ছেলে, এক মেয়ে। ছেলেরা এখনো বংশীয় পেশা আঁকড়ে ধরে আছে। তবে ঘিয়ের পরিবর্তে দই বেচে জীবিকা নির্বাহ করছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত