Ajker Patrika

গাছের সঙ্গে ধাক্কা মাইক্রোবাসের আহত ৭

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৯: ৫১
গাছের সঙ্গে ধাক্কা মাইক্রোবাসের আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার কসবা আল্লার মসজিদ এলাকায় মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৭ জন গুরুতর আহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল রোববার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। একটি মাইক্রোবাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে গৌরনদী উপজেলার কসবা আল্লার মসজিদ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭ যাত্রী গুরুতর আহত হন এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিপুল হোসেন জানান, শামীমা (২৮), কাজল (৩২), আম্বিয়া (৪০), সুমাইয়া (৯), জুই (১১), আব্দুল (৩) ও রাজ্জাক হোসেন (২০) আহত হন। আহত ৭ জন মাইক্রোবাসের যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিখিল চন্দ্র বলেন, গুরুতর আহতদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত