Ajker Patrika

চেয়ারম্যান পদে ১২ প্রার্থী মনোনয়ন দাখিলে উৎসব

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৪০
Thumbnail image

বিশ্বনাথে বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে গতকাল সোমবার বিকেলে শেষ হয়েছে দুই ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল।

শেষ দিন পর্যন্ত লামাকাজী ও খাজাঞ্চী ইউপিতে চেয়ারম্যান পদে ১২ জন, ১৮টি ওয়ার্ডে সদস্য পদে ৯৫ জন ও ৬টি সংরক্ষিত সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে লামাকাজী ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন,৯টি ওয়ার্ডে সদস্য পদে ৫১ জন ও ৩টি সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী এবং খাজাঞ্চী ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন,৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪৪ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে, ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৪ জানুয়ারি বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি।

এবারের নির্বাচনে এই দুই ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও নেই জাতীয় পার্টির কোনো প্রার্থী।

লামাকাজী ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সদস্য কবির হোসেন ধলা মিয়া, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদার, আবেদুর রহমান আছকির ও স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান।

খাজাঞ্চী ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার গিয়াস উদ্দিন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি, বিএনপি নেতা কয়েছ মিয়া, আশিকুর রহমান রানা, কয়েছ মিয়া, শরীফ আহমদ রাজু, স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান কালু মিয়া ও মো. আব্দুল বাছিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত