Ajker Patrika

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ২১
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

চতুর্থ ধাপে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকেই বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৩১ জন ইউপি সদস্য পদপ্রার্থী এবং ১০ জন সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য পদপ্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজ (হাতুড়ি), মো. দেলোয়ার হোসেন রাড়ী (নৌকা), আলমগীর হোসেন স্বপন স্বতন্ত্র (মোটরসাইকেল), মো. কাওসার হোসেন স্বতন্ত্র (ঘোড়া), মো. শাহজাহান হাওলাদার (হাতপাখা) ও মো. রফিকুল ইসলাম স্বতন্ত্র (আনারস) প্রতীক পেয়েছেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত