Ajker Patrika

শেষ হলো মং সার্কেলের তিন দিনের রাজপুণ্যাহ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
Thumbnail image

খাগড়াছড়িতে খাজনা আদায়, হেডম্যান-কার্বারি সম্মেলনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মং সার্কেলের রাজপুণ্যাহ অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল রোববার জেলা সদরের ঠাকুছড়া এলাকায় রাজবাড়ীর প্রাঙ্গণে এ রাজপুণ্যাহের শেষ দিনে ছিল মং সার্কেলের নারী কার্বারিদের বার্ষিক সম্মেলন।

মং সার্কেল ও তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত সম্মেলনে নারী নেত্রীরা বলেন, ‘পাহাড়ে প্রথাগত শাসনব্যবস্থায় নারীদের হেডম্যান ও কার্বারি হিসেবে দায়িত্ব দেওয়া হলেও নানা প্রতিবন্ধকতার কারণে তাঁরা দায়িত্ব পালন করতে পারছেন না। প্রতিবন্ধকতা দূর করে নারী হেডম্যান ও কার্বারিদের চাপমুক্ত দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

মং সার্কেলের রানী উখেংচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য বাসন্তী চাকমা। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, গুইমারা উপজেলার ভাইস চেয়ারম্যান ঝরনা ত্রিপুরা, চামেলী ত্রিপুরা ও জয়া চাকমা। সম্মেলনে মং সার্কেলের ২০০ নারী হেডম্যান ও কার্বারিরা অংশগ্রহণ করেন।

এর আগে শুক্রবার মং সার্কেলের তিন দিনব্যাপী ৭ম রাজপুণ্যাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজপুণ্যাহের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিন দিনব্যাপী চলা রাজপুণ্য অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত ভূমি ব্যবস্থাপনাকে সমুন্নত রাখা, ১৯০০ সালের শাসনবিধি (হিলট্র্যাক্ট ম্যানুয়েল) অধিকতর কার্যকর করা, হেডম্যান-কার্বারিদের সম্মানী বৃদ্ধিসহ ক্ষমতায়িত করা, হেডম্যানদের কার্যালয় নির্মাণ এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের জীবনমান উন্নয়নের বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত