Ajker Patrika

ট্রাকের চাপায় নিহত ট্রলিচালক, আহত ২

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
ট্রাকের চাপায় নিহত ট্রলিচালক, আহত ২

শেরপুরের শ্রীবরদীতে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় এক ট্রলিচালক নিহত ও দুজন আহত হয়েছেন। গত রোববার রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের শ্রীবরদী উপজেলার চৈতাজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সোহাগ মিয়া (২৭)। তিনি উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান আলী (৫৫) ও ঘোনাপাড়া গ্রামের আবদুল কাদের (৩৫)। আহত কাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর শাহজাহান ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের চৈতাজানী এলাকার একটি চায়ের দোকানের সামনে সোহাগ মিয়া, কাদের ও শাহজাহান মিয়া দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঝিনাইগাতী থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে দুর্ঘটনার পরই ট্রাক ফেলে চালক পালিয়ে যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেননি। পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত