Ajker Patrika

চালু হলো কেন্দ্রীয় অক্সিজেন সেবা

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭
চালু হলো কেন্দ্রীয় অক্সিজেন সেবা

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সেবা চালু করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার জানান, করোনা আক্রান্ত ও অন্যান্য রোগীদের জন্য বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম কেন্দ্রীয় অক্সিজেন সেবা চালু হলো। এর মধ্য দিয়ে চিকিৎসাসেবা আরও উন্নত ও সহজ হয়েছে। এ সেবার আওতায় কেন্দ্রীয় লাইনের মাধ্যমে একসঙ্গে ২০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। জাইকার অর্থায়নে ইউজিডিপি প্রকল্পের আওতায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ এটি স্থাপন করেছে। এ সেবার আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড এবং সাধারণ ওয়ার্ডের রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার’র সভাপতিত্বে ও আবাসিক চিকিৎসক ডা. তিলোত্তমা শাহরিনের সঞ্চালনায় সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত