Ajker Patrika

পাঁচ নারী পাচ্ছেন জয়িতা পুরস্কার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ৪০
পাঁচ নারী পাচ্ছেন জয়িতা পুরস্কার

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নানা বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত ফেনীর পরশুরামে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিচ্ছে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা জানান, একজন সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম জয়িতা। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয় করে জয়িতারা তৃণমূল থেকে সবার অলক্ষ্যে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। মহিলাবিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগটির নাম ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’।

পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার পাওয়া নারীরা হলেন খালেদা বেগম, সুলতানা আক্তার, হোসনে আরা বেগম চৌধুরী রানী, মনোয়ারা বেগম এবং রাহেলা আক্তার। পাঁচজনের মধ্যে দুজন জেলা পর্যায়েও শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত