একটা সময়ে বাঙালি নারীরা কেবল একখানা শাড়িই গায়ে জড়াতেন। তখন অবধি বাঙালি নারীরা ঘরের বাইরে বের হননি। ব্লাউজের ব্যবহার তখনো আসেনি বলে বোঝা যায়। এ দেশে আধুনিক ঘরানায় শাড়ি পরার পথিকৃৎ জ্ঞানদা নন্দিনী দেবীর কাল থেকে এই একুশ শতক পর্যন্ত শাড়িতে নারীর লুক নিয়ে অনেক পরীক্ষা হয়েছে। তার হাত ধরে এসেছে অনেক পরিবর্তন। শাড়ির আভিজাত্যে ঢুকেছে অনেক অনুষঙ্গ ও উপকরণ।
কাপড়
শাড়ি বিভিন্ন ধরনের সুতায় তৈরি কাপড়ে বানানো হয়। যেমন: সুতি, সিল্ক, সিনথেটিক ইত্যাদি। ফলে উপলক্ষ বুঝে জুতসই শাড়ি বাছাই করতে হবে। সুতি শাড়ি ধুয়ে মাড় দেওয়ার প্রয়োজন পড়ে। ফলে ইস্তিরি না করে পরা যায় না। সব সময় পরার জন্য সুবিধাজনক ও আদর্শ হচ্ছে শিফন, রেয়ন, জর্জেট ও অন্যান্য সিনথেটিক শাড়ি। এসব শাড়ি সারা দিন পরে থাকলেও কুঁচকে যায় না বা ভাঁজ পড়ে না। উপযুক্ত কাপড়ের শাড়ি বেছে নিতে পারলে আভিজাত্য বয়ে বেড়াতে পারবেন আপনি।
শাড়ির সঙ্গে শীত ঠেকাতে
আবহাওয়া বেশ গুরুত্বপূর্ণ শাড়ি পরার ক্ষেত্রে। শীতের দিনে একটু মোটা শাড়ি বা সুতির শাড়িতে আরাম পাবেন। শিফন কিংবা জর্জেটের পাতলা শাড়িতে নয়।
শাড়ির সঙ্গে শীত ঠেকানোর জন্য কী ব্যবহার করছেন, তার ওপরেও নির্ভর করবে আপনার লুক। একটা সময় নারীরা শীত ঠেকাতে শাড়ির সঙ্গে শুধু চাদর বা শাল ব্যবহার করতেন। পরে কার্ডিগানের প্রচলন হলে সেটিও শাড়ির সঙ্গে ব্যবহার করার চল তৈরি হয়। এখন চাদর, কার্ডিগানসহ আরও অনেক কিছু ব্যবহার করা হচ্ছে শীত ঠেকাতে। আপনার অবয়বের সঙ্গে মানানসই হয় তেমন কিছু ব্যবহার করুন শাড়ির সঙ্গে শীত ঠেকাতে।
মনকাড়া রং
বিভিন্ন রঙের যেমন শাড়ি হয়, তেমনি এই রঙেরই কয়েকটি শেডের শাড়ি পাওয়া যায়। যেমন, ধূসর থেকে কালো হয়ে যাওয়া, গোলাপি থেকে মেরুন বা হালকা হলদে থেকে সোনালি শেড। শাড়ির জমিন ছাড়া পাড়েও রঙের ভিন্নতা চোখে পড়ে। উজ্জ্বল রং ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। শাড়ির পাড়ে নীল, বাদামি, সোনালি রং অভিজাত লুক দেয়।
ব্লাউজ
অনেক সময় সাদামাটা শাড়িতেও জমকালো লুক পাওয়া যায় কেবল ব্লাউজের কারণে। ব্লাউজের নকশা, হাতা ও ফেব্রিক বাছাই করা জরুরি। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে, কনট্রাস্ট করে বা এক শেড বাড়িয়ে ব্লাউজের রং নির্বাচন করা যেতে পারে। শাড়ির কাপড়ের সঙ্গে মিলিয়ে ব্লাউজ বানানো যায়। তা ছাড়া ব্লাউজের হাতার ওপরও লুক পাল্টে যায়। এই শীতে একটু লম্বা হাতার ব্লাউজ ব্যবহার করুন।
পরার ধরন
শাড়ি পরার ধরনের ওপর লুক নির্ভর করে। অনুষ্ঠান বা উপলক্ষভেদে বিভিন্নভাবে শাড়ি পরার চল আছে। যেমন, বিয়ের অনুষ্ঠানে এক ধরনের, অফিসে বা অফিসের অনুষ্ঠানে আরেক ধরনের। আবার পূজার অনুষ্ঠানে এক ধরনের তো সাধারণ দিনে এক ধরনের। অনেকে আঁটসাঁট করে শাড়ি পরেন। আবার অনেকে একটু ঢিলেঢালাভাবে। অনুষ্ঠানে এখন অনেকেই লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরেন। শাড়ি পরার এই ধরনগুলো দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার ফসল। এ ছাড়া বিভিন্নভাবে শাড়ির আঁচলও দেওয়া যায়। যেমন, পুরোনো ঢঙে পেছনে আঁচল ছেড়ে, গুছিয়ে, সামনে আঁচল এনে।
স্বাস্থ্য, উচ্চতা, গায়ের রং, সময় ইত্যাদি সব মিলিয়ে শাড়ি পরার ধরন ঠিক করে নিলে লুকে পরিবর্তন আসবে।
অনুষঙ্গ
শাড়ির সঙ্গে কোন ধরনের অলংকার ও অন্য অনুষঙ্গ থাকছে, তার ওপরও লুক নির্ভর করে। অনুষঙ্গগুলো নিজের বৈশিষ্ট্যের সঙ্গে যায় এমনভাবে বাছাই করা উচিত। খুব সুন্দর গয়না কিন্তু তা আপনি সামলাতে হিমশিম খাচ্ছেন, তাহলে স্মার্ট লুকটা আর পাওয়া যাবে না। সাধারণ সুন্দর নকশার হালকা গয়নাও অনেক সময় মোহনীয় করে তুলতে পারে আপনাকে।
শুধু গয়নাই নয়, অন্যান্য অনুষঙ্গের ক্ষেত্রেও একই কথা বলতে হয়, যা সহজে সামলাতে পারবেন সে রকম অনুষঙ্গই সঙ্গে রাখুন। ট্রেন্ডি হতে গিয়ে গুবলেট করে ফেলবেন না; বিশেষ করে এই শীতে ধাতব উপকরণে বানানো অনুষঙ্গগুলো এড়িয়ে চলুন।
একটা সময়ে বাঙালি নারীরা কেবল একখানা শাড়িই গায়ে জড়াতেন। তখন অবধি বাঙালি নারীরা ঘরের বাইরে বের হননি। ব্লাউজের ব্যবহার তখনো আসেনি বলে বোঝা যায়। এ দেশে আধুনিক ঘরানায় শাড়ি পরার পথিকৃৎ জ্ঞানদা নন্দিনী দেবীর কাল থেকে এই একুশ শতক পর্যন্ত শাড়িতে নারীর লুক নিয়ে অনেক পরীক্ষা হয়েছে। তার হাত ধরে এসেছে অনেক পরিবর্তন। শাড়ির আভিজাত্যে ঢুকেছে অনেক অনুষঙ্গ ও উপকরণ।
কাপড়
শাড়ি বিভিন্ন ধরনের সুতায় তৈরি কাপড়ে বানানো হয়। যেমন: সুতি, সিল্ক, সিনথেটিক ইত্যাদি। ফলে উপলক্ষ বুঝে জুতসই শাড়ি বাছাই করতে হবে। সুতি শাড়ি ধুয়ে মাড় দেওয়ার প্রয়োজন পড়ে। ফলে ইস্তিরি না করে পরা যায় না। সব সময় পরার জন্য সুবিধাজনক ও আদর্শ হচ্ছে শিফন, রেয়ন, জর্জেট ও অন্যান্য সিনথেটিক শাড়ি। এসব শাড়ি সারা দিন পরে থাকলেও কুঁচকে যায় না বা ভাঁজ পড়ে না। উপযুক্ত কাপড়ের শাড়ি বেছে নিতে পারলে আভিজাত্য বয়ে বেড়াতে পারবেন আপনি।
শাড়ির সঙ্গে শীত ঠেকাতে
আবহাওয়া বেশ গুরুত্বপূর্ণ শাড়ি পরার ক্ষেত্রে। শীতের দিনে একটু মোটা শাড়ি বা সুতির শাড়িতে আরাম পাবেন। শিফন কিংবা জর্জেটের পাতলা শাড়িতে নয়।
শাড়ির সঙ্গে শীত ঠেকানোর জন্য কী ব্যবহার করছেন, তার ওপরেও নির্ভর করবে আপনার লুক। একটা সময় নারীরা শীত ঠেকাতে শাড়ির সঙ্গে শুধু চাদর বা শাল ব্যবহার করতেন। পরে কার্ডিগানের প্রচলন হলে সেটিও শাড়ির সঙ্গে ব্যবহার করার চল তৈরি হয়। এখন চাদর, কার্ডিগানসহ আরও অনেক কিছু ব্যবহার করা হচ্ছে শীত ঠেকাতে। আপনার অবয়বের সঙ্গে মানানসই হয় তেমন কিছু ব্যবহার করুন শাড়ির সঙ্গে শীত ঠেকাতে।
মনকাড়া রং
বিভিন্ন রঙের যেমন শাড়ি হয়, তেমনি এই রঙেরই কয়েকটি শেডের শাড়ি পাওয়া যায়। যেমন, ধূসর থেকে কালো হয়ে যাওয়া, গোলাপি থেকে মেরুন বা হালকা হলদে থেকে সোনালি শেড। শাড়ির জমিন ছাড়া পাড়েও রঙের ভিন্নতা চোখে পড়ে। উজ্জ্বল রং ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। শাড়ির পাড়ে নীল, বাদামি, সোনালি রং অভিজাত লুক দেয়।
ব্লাউজ
অনেক সময় সাদামাটা শাড়িতেও জমকালো লুক পাওয়া যায় কেবল ব্লাউজের কারণে। ব্লাউজের নকশা, হাতা ও ফেব্রিক বাছাই করা জরুরি। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে, কনট্রাস্ট করে বা এক শেড বাড়িয়ে ব্লাউজের রং নির্বাচন করা যেতে পারে। শাড়ির কাপড়ের সঙ্গে মিলিয়ে ব্লাউজ বানানো যায়। তা ছাড়া ব্লাউজের হাতার ওপরও লুক পাল্টে যায়। এই শীতে একটু লম্বা হাতার ব্লাউজ ব্যবহার করুন।
পরার ধরন
শাড়ি পরার ধরনের ওপর লুক নির্ভর করে। অনুষ্ঠান বা উপলক্ষভেদে বিভিন্নভাবে শাড়ি পরার চল আছে। যেমন, বিয়ের অনুষ্ঠানে এক ধরনের, অফিসে বা অফিসের অনুষ্ঠানে আরেক ধরনের। আবার পূজার অনুষ্ঠানে এক ধরনের তো সাধারণ দিনে এক ধরনের। অনেকে আঁটসাঁট করে শাড়ি পরেন। আবার অনেকে একটু ঢিলেঢালাভাবে। অনুষ্ঠানে এখন অনেকেই লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরেন। শাড়ি পরার এই ধরনগুলো দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার ফসল। এ ছাড়া বিভিন্নভাবে শাড়ির আঁচলও দেওয়া যায়। যেমন, পুরোনো ঢঙে পেছনে আঁচল ছেড়ে, গুছিয়ে, সামনে আঁচল এনে।
স্বাস্থ্য, উচ্চতা, গায়ের রং, সময় ইত্যাদি সব মিলিয়ে শাড়ি পরার ধরন ঠিক করে নিলে লুকে পরিবর্তন আসবে।
অনুষঙ্গ
শাড়ির সঙ্গে কোন ধরনের অলংকার ও অন্য অনুষঙ্গ থাকছে, তার ওপরও লুক নির্ভর করে। অনুষঙ্গগুলো নিজের বৈশিষ্ট্যের সঙ্গে যায় এমনভাবে বাছাই করা উচিত। খুব সুন্দর গয়না কিন্তু তা আপনি সামলাতে হিমশিম খাচ্ছেন, তাহলে স্মার্ট লুকটা আর পাওয়া যাবে না। সাধারণ সুন্দর নকশার হালকা গয়নাও অনেক সময় মোহনীয় করে তুলতে পারে আপনাকে।
শুধু গয়নাই নয়, অন্যান্য অনুষঙ্গের ক্ষেত্রেও একই কথা বলতে হয়, যা সহজে সামলাতে পারবেন সে রকম অনুষঙ্গই সঙ্গে রাখুন। ট্রেন্ডি হতে গিয়ে গুবলেট করে ফেলবেন না; বিশেষ করে এই শীতে ধাতব উপকরণে বানানো অনুষঙ্গগুলো এড়িয়ে চলুন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫