নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে এবার খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সেখানে মনগড়া কথা লিখে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। সেই চাঁদা দাবির অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল সেই অডিওতে ভুক্তভোগী এক নারীকে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমি তো বলি (চাঁদা) নেই না, কিন্তু সবাই আমাকে এনে দিয়ে যায়।’ কাউন্সিলরের এই অডিও আলাপের বিষয়টি বর্তমানে উপজেলাবাসীর মুখে মুখে।
গত বুধবার রাতে চাঁদার এই অভিযোগ এনে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তানিয়া আক্তার নবীনগর থানায় লিখিত অভিযোগে এসব বিষয় জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে তানিয়া আক্তারের সঙ্গে উপজেলার নিমতলা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে আবির আহম্মেদের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর বিভেদ সৃষ্টি হলে ৩ নভেম্বর ওই মহিলা কাউন্সিলরের নেতৃত্বে একটি সালিস বসে। সালিসে তাঁদের ডিভোর্সের সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় সন্তান মায়ের কাছে ১৫ মাস থাকবে এবং তার ভরণপোষণ হিসাবে আবির ২০ হাজার টাকা তানিয়াকে দেবে। তবে সেই টাকা তানিয়াকে না দিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন ওই কাউন্সিলর। টাকা না দিলে ছেলেকে নিয়ে যাওয়াসহ পরিবারের লোকজনদের নানা হুমকি-ধমকি দেন তিনি।
কাউন্সিলর নিলুফা ইয়াসমিনকে মোবাইল ফোনে কল করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন। পরে বিষয়টি জানিয়ে তাঁকে একটি খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি প্রাথমিক তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে এবার খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সেখানে মনগড়া কথা লিখে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। সেই চাঁদা দাবির অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল সেই অডিওতে ভুক্তভোগী এক নারীকে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমি তো বলি (চাঁদা) নেই না, কিন্তু সবাই আমাকে এনে দিয়ে যায়।’ কাউন্সিলরের এই অডিও আলাপের বিষয়টি বর্তমানে উপজেলাবাসীর মুখে মুখে।
গত বুধবার রাতে চাঁদার এই অভিযোগ এনে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তানিয়া আক্তার নবীনগর থানায় লিখিত অভিযোগে এসব বিষয় জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে তানিয়া আক্তারের সঙ্গে উপজেলার নিমতলা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে আবির আহম্মেদের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর বিভেদ সৃষ্টি হলে ৩ নভেম্বর ওই মহিলা কাউন্সিলরের নেতৃত্বে একটি সালিস বসে। সালিসে তাঁদের ডিভোর্সের সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় সন্তান মায়ের কাছে ১৫ মাস থাকবে এবং তার ভরণপোষণ হিসাবে আবির ২০ হাজার টাকা তানিয়াকে দেবে। তবে সেই টাকা তানিয়াকে না দিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন ওই কাউন্সিলর। টাকা না দিলে ছেলেকে নিয়ে যাওয়াসহ পরিবারের লোকজনদের নানা হুমকি-ধমকি দেন তিনি।
কাউন্সিলর নিলুফা ইয়াসমিনকে মোবাইল ফোনে কল করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন। পরে বিষয়টি জানিয়ে তাঁকে একটি খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি প্রাথমিক তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪