Ajker Patrika

স্কুল মাঠ দখল করে চারা রোপণ

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ০৬
স্কুল মাঠ দখল করে চারা রোপণ

পীরগঞ্জ উপজেলার খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলে নিয়ে গাছের চারা রোপণ করে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চকবর খোদা গ্রামে ১৯৩৮ সালে খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানের নামে স্থানীয় ১১ ব্যক্তি এক একর ৫৯ শতক জমি দান করেন। দাতাদের মধ্যে একজনের ছেলে গত ১৮ নভেম্বর মাঠের ৩৮ শতক জমি দখলে নিয়ে চারাগাছ রোপণ করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করেছেন।

খাসতালুক এলাকার আবদুল মান্নান মিয়া বলেন, চকবর খোদা গ্রামের ওছমান গনি বিদ্যালয়ের নামে ৩৮ শতক জমি দান করেছিলেন। জমিটি তাঁর স্ত্রীর নামে ছিল। ওছমান গনির মৃত্যুর পর তাঁর ছেলে আবদুল হক মায়ের জমি হিসেবে ওই জমির মালিকানা দাবি করেন।

মালিকানার দাবিদার আবদুল হক জানান, তিনি দুই দাগে ৩৮ শতক জমির মালিক। দলিল এবং খাজনা তাঁর নামে। এ ছাড়া বিদ্যালয়ের এক শিক্ষক ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। এতে আদালত তাঁর নামে রায় দিয়েছেন বলেও তিনি দাবি করেন।

আবদুল হক আরও বলেন, ঝাড়আমবাড়ী উচ্চবিদ্যালয় এবং খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় তাঁদের জমির ওপর নির্মিত হয়েছে।

খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বলেন, ‘এই জমির বিষয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। আবদুল হক ও তার লোকজন জোরপূর্বক বিদ্যালয়ের মাঠে চারাগাছ রোপণ করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমি ওই স্কুলে গিয়ে দেখেছি মাঠে চারাগাছ রোপণের জন্য গর্ত করা হয়েছে। এখন জানতে পারলাম চারাগাছ রোপণ করা হয়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে তারা স্কুল মাঠ দখলে নেয়? আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত