Ajker Patrika

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিজ্ঞান সম্মেলন

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ৫৬
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিজ্ঞান সম্মেলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জে অবস্থিত বরিশাল ক্যাম্পাসে দ্য কোস্টাল ভেট সোসাইটির (সিভিসি) উদ্যোগে বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় কনফারেন্স উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ও সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পালের উপস্থাপনায় সম্মেলনের উদ্বোধন করেন পবিপ্রবির উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

কনফারেন্সের প্রতিপাদ্য ‘বাংলাদেশে প্রাণিসম্পদ ও পোলট্রি সেক্টরে করোনা মহামারির প্রভাব’ এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. রহুল আমীন। এ ছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী এবং এনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. আহসানুর রেজা। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. নুরুল আলম।

সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এনএসভিএম অনুষদের অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গবেষক মিজানুর রহমান, মাহাফুজা স্বর্ণা, সুকান্ত বিশ্বাস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত