Ajker Patrika

প্রতিবন্ধীদের সঙ্গে যুবলীগ নেতার সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৪৮
প্রতিবন্ধীদের সঙ্গে যুবলীগ নেতার সভা

গলাচিপায় সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের সঙ্গে কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় পৌরসভার আনন্দপাড়া যুব সমবায় সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মামুন আজাদ।

জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি কালাম চৌকিদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় মামুন আজাদ বলেন, ‘প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়। সদিচ্ছা থাকলে একজন প্রতিবন্ধীও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। তবুও জীবনযুদ্ধে সকলকে আবার ঘুরে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীরা অসহায়। তাই সমাজের বিত্তবান সকলকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো উচিত।’

তিনি আরও বলেন, ‘আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে পারলে প্রতিবন্ধীদের একটি নিজস্ব পাকা ভবন নির্মাণ করে দেওয়ার চেষ্টা করব।’

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাত হোসেন আব্বাস, আনন্দপাড়া যুব সমবায় সমিতির সহ সভাপতি শাকুর মোল্লা, সমাজসেবা মাঠকর্মী পঙ্কজ গাঙ্গুলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত