Ajker Patrika

গলাচিপায় আ.লীগ প্রার্থীর অফিস ভাঙচুর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১: ৩৫
গলাচিপায় আ.লীগ প্রার্থীর অফিস ভাঙচুর

গলাচিপায় ডাকুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায়ের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাঙ্গাশিয়া বাজারে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর জন্য স্বতন্ত্র প্রার্থী মু. মামুন খানের লোকজনকে দায়ী করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ফিরোজ খান, পলাশ খান ও পাবেল খানের নেতৃত্বে ২০-২৫ জন নৌকা প্রতীকের প্রার্থীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায় বলেন, ‘নৌকার বিজয়কে বাধাগ্রস্ত করতে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে দেশ বিরোধী অপশক্তির ঐক্য হয়েছে। এই চক্রান্তকারীরা নৌকাকে দুর্বল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে।’

ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মু. মামুন খান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তখন আমি প্রচারে ব্যস্ত ছিলাম।’

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার হোসেন বলেন, ‘ভাঙচুরের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত