Ajker Patrika

শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, ৩০ বাড়ি ভাঙচুর

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২: ০৭
শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, ৩০ বাড়ি ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পাশাপাশি ৩০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ও গতকাল শনিবার ভোরে ইউনিয়নের কামান্না ও বারইহুদা গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তঃকোন্দলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল এর সমর্থক ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত বুধবার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে ফারদিনকে মারধর করে আমির হোসেনের ছেলে হামিদুর রহমান। আব্দুর রশিদ শফিকুল ইসলাম শিমুলের সমর্থক এবং হামিদুর রহমান নাহিদ মোল্লার সমর্থক। বুধবারের ঘটনায় শুক্রবার বিকেলে হামিদুরের চাচাতো ভাই নাঈম হোসেনকে মারধর করে ফারদিন ও তার ভাই ফাহিম। মারধরের খবর জানা মাত্রই নাহিদ মোল্লার সমর্থকেরা ইউপি সদস্য রশিদের সমর্থকদের বাড়িতে হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

আরও জানা যায়, সংঘর্ষের খবর পার্শ্ববর্তী বারইহুদা গ্রামে পৌঁছালে সেখানকার দুই পক্ষের সমর্থকদের মাঝেও সংঘর্ষ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে দুই গ্রামে সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের বারিক, বাদশা, হাশেম, হাবিব, মিজান, লিটন, জসিম, আজিজুল, রুস্তম, মুছাসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘অন্যায়ভাবে অতর্কিত হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকেরা আমার ২৯ নেতা–কর্মীকে আহত করেছেন। আমি এর বিচার চাই।’

অন্যদিকে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘শিমুলের লোকজন আমার ৩০ নেতা-কর্মীকে আহত করেছেন। তদন্তপূর্বক এর সুষ্ঠু বিচার চাই।’

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা উভয় পক্ষ থেকে সাতজনকে আটক করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অপরাধীরা কেউই ছাড় পাবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত