মিরসরাই (চট্টগ্রাম) মিরসরাই
চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের আহত সাবেক সাধারণ সদস্য আবুল কাশেম (৬৫) মারা গেছেন। ছয় দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত সোমবার রাতে স্বামীর ওপর হামলার ঘটনায় মিরসরাই থানায় আবুল কাশেমের স্ত্রী মামলা করেন। এতে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। পুলিশ ফাহাদ, নজরুল ও সিরাজুল ইসলাম নামের তিনজনকে আটক করেছে। তাঁদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আবুল কাশেমের মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে।
জানা গেছে, ২৬ জানুয়ারি দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি খালের মধ্যে আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। হাসপাতালে তিনবার অস্ত্রোপচারের পর তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত সোমবার দিবাগত রাত ৩টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুল কাশেমের ছেলে বদরুদৌজা তারেক বলেন, ‘হাসপাতালে ছয় দিন বাবাকে নিয়ে রীতিমতো যুদ্ধ করেছি। আমাদের সব চেষ্টা ব্যর্থ, বাবাকে বাঁচাতে পারলাম না।’ তারেক আরও বলেন, ‘আমার বাবা সারা জীবন মানুষের জন্য অর্থ সম্পদ ও নিজেকে উজাড় করে দিয়েছেন। ৩০ বছর ইউপি সদস্য ছিলেন। শেষ বয়সে সন্ত্রাসীরা আমার বাবাকে খুন করল।’
আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন আমার স্বামী আবুল কাশেমের সঙ্গে বেলাল হোসেনের বিরোধ চলছিল। এর আগে কয়েকবার আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বেলাল। বেলালের বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে। আমাদের ধারণা, বেলালের নির্দেশে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, ‘কাশেম সাহেব গত নির্বাচনে আমার প্রতিপক্ষও ছিলেন না। তাঁর সঙ্গে কোনোকালে আমার কোনো বিরোধ ছিল না। হয়তো আমার কোনো বিরোধীপক্ষ কাশেম সাহেবের পরিবারকে ভুল বোঝাচ্ছে।’
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্ল্যাহ বলেন, হামলার ঘটনায় গত সোমবার রাতে মিরসরাই থানায় একটি মামলা হয়েছে। আবুল কাশেম মারা যাওয়ায় সেটি এখন হত্যা মামলা হবে। এই মামলায় তিনজনকে আটক কর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের আহত সাবেক সাধারণ সদস্য আবুল কাশেম (৬৫) মারা গেছেন। ছয় দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত সোমবার রাতে স্বামীর ওপর হামলার ঘটনায় মিরসরাই থানায় আবুল কাশেমের স্ত্রী মামলা করেন। এতে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। পুলিশ ফাহাদ, নজরুল ও সিরাজুল ইসলাম নামের তিনজনকে আটক করেছে। তাঁদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আবুল কাশেমের মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে।
জানা গেছে, ২৬ জানুয়ারি দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি খালের মধ্যে আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। হাসপাতালে তিনবার অস্ত্রোপচারের পর তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত সোমবার দিবাগত রাত ৩টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুল কাশেমের ছেলে বদরুদৌজা তারেক বলেন, ‘হাসপাতালে ছয় দিন বাবাকে নিয়ে রীতিমতো যুদ্ধ করেছি। আমাদের সব চেষ্টা ব্যর্থ, বাবাকে বাঁচাতে পারলাম না।’ তারেক আরও বলেন, ‘আমার বাবা সারা জীবন মানুষের জন্য অর্থ সম্পদ ও নিজেকে উজাড় করে দিয়েছেন। ৩০ বছর ইউপি সদস্য ছিলেন। শেষ বয়সে সন্ত্রাসীরা আমার বাবাকে খুন করল।’
আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন আমার স্বামী আবুল কাশেমের সঙ্গে বেলাল হোসেনের বিরোধ চলছিল। এর আগে কয়েকবার আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বেলাল। বেলালের বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে। আমাদের ধারণা, বেলালের নির্দেশে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, ‘কাশেম সাহেব গত নির্বাচনে আমার প্রতিপক্ষও ছিলেন না। তাঁর সঙ্গে কোনোকালে আমার কোনো বিরোধ ছিল না। হয়তো আমার কোনো বিরোধীপক্ষ কাশেম সাহেবের পরিবারকে ভুল বোঝাচ্ছে।’
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্ল্যাহ বলেন, হামলার ঘটনায় গত সোমবার রাতে মিরসরাই থানায় একটি মামলা হয়েছে। আবুল কাশেম মারা যাওয়ায় সেটি এখন হত্যা মামলা হবে। এই মামলায় তিনজনকে আটক কর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫