Ajker Patrika

আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু, আটক ৩

মিরসরাই (চট্টগ্রাম) মিরসরাই
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৪
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের আহত সাবেক সাধারণ সদস্য আবুল কাশেম (৬৫) মারা গেছেন। ছয় দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত সোমবার রাতে স্বামীর ওপর হামলার ঘটনায় মিরসরাই থানায় আবুল কাশেমের স্ত্রী মামলা করেন। এতে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। পুলিশ ফাহাদ, নজরুল ও সিরাজুল ইসলাম নামের তিনজনকে আটক করেছে। তাঁদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আবুল কাশেমের মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে।

জানা গেছে, ২৬ জানুয়ারি দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি খালের মধ্যে আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। হাসপাতালে তিনবার অস্ত্রোপচারের পর তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত সোমবার দিবাগত রাত ৩টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আবুল কাশেমের ছেলে বদরুদৌজা তারেক বলেন, ‘হাসপাতালে ছয় দিন বাবাকে নিয়ে রীতিমতো যুদ্ধ করেছি। আমাদের সব চেষ্টা ব্যর্থ, বাবাকে বাঁচাতে পারলাম না।’ তারেক আরও বলেন, ‘আমার বাবা সারা জীবন মানুষের জন্য অর্থ সম্পদ ও নিজেকে উজাড় করে দিয়েছেন। ৩০ বছর ইউপি সদস্য ছিলেন। শেষ বয়সে সন্ত্রাসীরা আমার বাবাকে খুন করল।’

আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন আমার স্বামী আবুল কাশেমের সঙ্গে বেলাল হোসেনের বিরোধ চলছিল। এর আগে কয়েকবার আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বেলাল। বেলালের বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে। আমাদের ধারণা, বেলালের নির্দেশে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।’

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, ‘কাশেম সাহেব গত নির্বাচনে আমার প্রতিপক্ষও ছিলেন না। তাঁর সঙ্গে কোনোকালে আমার কোনো বিরোধ ছিল না। হয়তো আমার কোনো বিরোধীপক্ষ কাশেম সাহেবের পরিবারকে ভুল বোঝাচ্ছে।’

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্ল্যাহ বলেন, হামলার ঘটনায় গত সোমবার রাতে মিরসরাই থানায় একটি মামলা হয়েছে। আবুল কাশেম মারা যাওয়ায় সেটি এখন হত্যা মামলা হবে। এই মামলায় তিনজনকে আটক কর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত