Ajker Patrika

শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ০২
Thumbnail image

ভোলার লালমোহন উপজেলায় শিক্ষককে জুতোপেটার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল রোববার বেলা ১টায় লালমোহন প্রেসক্লাবে শিক্ষকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গতকাল সকালে মোবাইল ফোনে কল করে দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকে মিথ্যে অভিযোগ তুলে হুমকি দেন বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকারের ছেলে রাসেল মেলকার। পরে ওই শিক্ষককে দেবীরচর বাজারে ডেকে নেন স্থানীয় কবির হাওলাদার নামে এক ব্যক্তি। পরে বাজারের প্রকাশ্যে ওই শিক্ষককে জুতোপেটা করেন চেয়ারম্যানের ভাগনে রুবেল, ভাতিজা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন। শিক্ষক কবির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষকের ওপরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক সমিতি। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী হেলাল, জ্যেষ্ঠ সহসভাপতি একেএম মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ও রেহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্য দিকে বিকেল ৪টায় অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন বদরপুর ইউপির চেয়ারম্যানের ছেলে মো. রাসেল মেলকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তবে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে যে সংবাদ সম্মেলনে করা হয়েছে, তা মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। স্থানীয় একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমি ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত