Ajker Patrika

মডেল হিসেবে স্বীকৃতি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মডেল হিসেবে স্বীকৃতি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে চলমান সেবার মান বাড়িয়ে বাড়তি সুবিধাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল কার্যক্রম প্রতিষ্ঠার জন্য ১৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক হাবিবুর রহমান।

বিষয়টি গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এস আলমাস আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে ৬৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সেবাদান কার্যক্রমে দেশের মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মনোনীত করে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে সেবার মান বিবেচনায় ঠাকুরগাঁওয়ের একমাত্র উপজেলা হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মডেল হিসেবে মনোনীত হয়েছে।

আলমাস বলেন, ‘আড়াই লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত নিরলসভাবে বিভিন্ন সেবা দিয়ে আসছি। সবার কর্মদক্ষতা, কাজের গুণগত মান পর্যবেক্ষণ করে স্বাস্থ্য অধিদপ্তর বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই এখানে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা বেশ আনন্দিত।

৩১ শয্যাবিশিষ্ট বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় রূপান্তরিত হয় ২০০৯ সালে। এরপরে ২০২২ সালের অক্টোবর মাসে স্বীকৃতি পেল মডেল হিসেবে। এর আগে কয়েকবার সেবার মান বিবেচনায় রংপুর বিভাগের সেরা হিসেবে ঘোষণা হয় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত