Ajker Patrika

দলে অনুপ্রবেশকারীরা রাজত্ব করছে: পরশ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ২৯
দলে অনুপ্রবেশকারীরা রাজত্ব করছে: পরশ

‘১২ বছর রাষ্ট্রক্ষমতায় থাকার পরেও আমাদের দলের শোষিত বঞ্চিত নেতা-কর্মীরা এখনো দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, অনেকে মনের দুঃখে ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছেন। এদের দীর্ঘশ্বাসে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের উচিত এদের সম্মান দেওয়া, মূল্যায়ন করা। অপরদিকে ত্যাগী নেতা-কর্মীদের নাকের ডগার ওপর দিয়ে দলের মধ্যে ভুঁইফোড় অনুপ্রবেশকারীরা রাম রাজত্ব করছে।’

গতকাল মঙ্গলবার বরগুনার শহীদ মিনার চত্বরের টাউন হল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘তথাকথিত নেতারা ব্যক্তিস্বার্থে দলের মধ্যে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে আমাদের দুঃসময়ের নেতা-কর্মীদের বঞ্চিত করেছে। এটা সংগঠনের জন্য অপরিসীম ক্ষতিকর। এর মাধ্যমে বিএনপি জামায়াত শিবিরের নেতা-কর্মীরা পুনর্বাসিত হচ্ছে এবং দলের ভেতর ঢুকে আমাদের চরম ক্ষতিসাধন করছে।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘অনুপ্রবেশকারীরা বন্ধুবেশে শত্রু হিসেবে প্রবেশ করে আমাদের মধ্যে বিচরণ করছে। আমাদের প্রাণের সংগঠনের প্রতি তাঁদের কোনো দরদ নাই। তারা এসেছে বিগত দিনে তাদের অপকর্ম ঢাকতে।’

যুবলীগের নেতা-কর্মীদের নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্দেশে পরশ বলেন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা-কর্মীদের নির্বাচন করবেন। যারা আমাদের দলের দুঃসময়ে সংগ্রাম করেছে, জেল ও জুলুম ত্যাগ ও তিতিক্ষা করেছে। বিবেচনা করবেন বিগত দিনগুলোতে তাদের কর্মকাণ্ড, কার্যকলাপ ও অবদান। আমলে নেবেন ছাত্ররাজনীতিতে তাদের অবদান।’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আইনজীবী কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা সবুর এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। এ ছাড়া কেন্দ্রীয় যুবলীগের ভাইস প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র হাওলাদার, মজিবুর রহমান চৌধুরি নিক্সন, বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আল, কাজী মাজহারুল ইসলামসহ যুবলীগের কেন্দ্র জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত