Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় পীরগঞ্জে ৪ মামলা

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ০৮
নির্বাচনী সহিংসতায় পীরগঞ্জে ৪ মামলা

পীরগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় চারটি মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গত শুক্রবার এসব মামলা করা হয়।

গত ১১ নভেম্বর রাতে উপজেলার চারটি ভোটকেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীদের ফল ঘোষণা ঘিরে সহিংসতার ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হন। পুলিশ এ সময় রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, নির্বাচনের দিন উপজেলার ১০ ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়। পরে ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়, বরদরগা ইউনিয়নের আমবাড়ী ষোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুকুরিয়া ইউনিয়নের মোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচগাছি ইউনিয়নের নাইয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইউপি সদস্য পদের ফল ঘোষণা নিয়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে।

এ সময় নাইয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ব্যালট বাক্স ছিনতাই করা হয়।

সংঘর্ষের সময় ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হন। কেন্দ্রগুলোতে পুলিশ ৮৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে চারটি মামলা করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘ভোটকেন্দ্রে হামলার ঘটনায় চারটি মামলা করা হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত