Ajker Patrika

দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪: ৩০
দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

রাজবাড়ীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশ এ ঘটনা ঘটে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের আগ থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দাবিসহ বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশে আসতে শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশস্থলে উপস্থিত বিবদমান দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত কর্মীরা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। সমাবেশ শুরু হওয়ার পর দ্বিতীয় দফায় হট্টগোল শুরু হলে সমাবেশ কিছু সময় বন্ধ থাকে। পরে সমঝোতার মাধ্যমে স্বাভাবিকভাবে সমাবেশ সমাপ্ত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যেটা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা।’

সমাবেশে বক্তারা বলেন, ‘মানুষ এখন ভালো নেই। চাল, তেলসহ সব জিনিসের দাম লাগামহীন ভাবে বেড়ে গিয়েছে। মানুষ ভাতের জন্য হাহাকার করছে। আর আওয়ামী লীগের নেতা–কর্মীরা হাজার কোটি টাকার মালিক হয়েছেন।’ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবি করেন বক্তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক গৌতম চক্রবর্তী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সাংসদ নাসিরুল হক সাবু, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুণ, অ্যাডভোকেট আসলাম মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত