Ajker Patrika

সভাপতির বিরুদ্ধ মিথ্যাচারের প্রতিবাদ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ১৯
সভাপতির বিরুদ্ধ মিথ্যাচারের প্রতিবাদ

কালকিনি উপজেলার সমিতিরহাট এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সভাপতি আবুল হাসনাত পলিন ও বিদ্যালয়ের শিক্ষক আজাদ রহমানকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে জানা যায়, সম্প্রতি কালকিনির সমিতিরহাট এলাকায় জুলহাস হোসেন নামে এক ব্যক্তিকে আঘাত করে দুর্বৃত্তরা। সমিতিরহাট এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসনাত পলিন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনার সঙ্গে বিদ্যালয়ের সভাপতি আবুল হাসনাত পলিন জড়িত নন বলে দাবি করেন। পরে এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধন করেন।

এ সময় অপপ্রচার বন্ধ করে সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি করেন তাঁরা। সেই সঙ্গে বিদ্যালয় নিয়ে মিথ্যাচার বন্ধ করে সঠিক তথ্য তুলে ধরার দাবি জানান আবুল হাসনাত পলিন। তিনি বলেন, ‘সমিতিরহাট এ কে মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ে দুই মেয়াদে আমি ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। কিন্তু সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে একটি পক্ষ অপপ্রচার করছে। যেখানে আমাকে জড়িয়ে জুলহাস নামে একটি ব্যক্তিকে বিদ্যালয়ে নিয়ে আঘাত করেছি বলেও ভুল তথ্য প্রচার করা হয়। অথচ এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।’

সমিতিহাট এলাকার জুলহাস নামে ওই ব্যক্তিকে এলাকায় পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত