Ajker Patrika

সাংবাদিকদের মানববন্ধন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ২০
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পেকুয়ার চৌমুহনী স্টেশনে এ মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকেরা।

মানববন্ধন বক্তারা বলেন, আনন্দ টিভিতে কর্মরত সাংবাদিক রাশেদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম ও দৈনিক কক্সবাজার পত্রিকার সাংবাদিক মুহাম্মদ হাশেমের দুই ছেলের বিরুদ্ধে পৃথক চারটি মিথ্যা মামলা করা হয়েছে। সাংবাদিকদের কলম স্তব্ধ করতে প্রভাবশালী কিছু ব্যক্তি এসব মিথ্যা মামলা করেছেন। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নয়তো পেকুয়ায় কর্মরত সাংবাদিকেরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

প্রেসক্লাব পেকুয়ার সদস্যসচিব সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আহ্বায়ক নাজিম উদ্দীন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত