Ajker Patrika

প্রধান শিক্ষক নেই ইটনার ৩০ প্রাথমিক বিদ্যালয়ে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রধান শিক্ষক নেই ইটনার ৩০ প্রাথমিক বিদ্যালয়ে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ৭২টি  প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে প্রধান শিক্ষক নেই। শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। পদোন্নতি ও চলতি নিয়োগে শূন্য পদ পূরণের আশা উপজেলা শিক্ষা কার্যালয়ের।

জানা গেছে, উপজেলায় ৩০টি সহকারী শিক্ষকের পদও শূন্য। ১৬ হাজার শিক্ষার্থীর পাঠদানে রয়েছেন ৩২৫ জন শিক্ষক। কাটিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চয়ন বলেন, বেশ কয়েক বছর ধরে প্রধান শিক্ষকসহ তিনটি পদ শূন্য। দুজন শিক্ষককে ২০৭ জন শিক্ষার্থীকে পাঠদান ও দাপ্তরিক কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয়। এখানে দ্রুত শিক্ষক পদায়ন করা দরকার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়টি ইউনিয়নে ৪৪টি সরকারি, ২৪টি জাতীয়করণ ও ১৫০০ প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের চারটিসহ ৭২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রেণিকক্ষে ৪০ শিক্ষার্থী অনুপাত ১ শিক্ষক পঠন-পাঠনের নিয়ম থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে তা মানা হয় না।শ্রেণিকক্ষে ৬০ থেকে ৭৫ জনের বেশি শিক্ষার্থীকে গাদাগাদি করে বসে পাঠ নিতে হয়। কক্ষ ও আসবাবের সংকটের মাঝে পাঠদান স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় শিক্ষকদের।

উপজেলা সদর ইউনিয়নের ইটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮৬ জন শিক্ষার্থীর জন্য আটজন শিক্ষক থাকলেও শূন্য পদ একটি। সরকারি কারিকুলামে দরকার ১২ জন শিক্ষক।

ইটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ঠাকুর বলেন, ‘সরকারি নীতি মতে, বিদ্যালয়ে যেভাবে শিক্ষক রয়েছে, সেই হিসাবে সংকট। তবে যথাসাধ্য চেষ্টা করি, বাড়তি চাপ হলে শিক্ষার্থীদের সমস্যা না হয়। দ্রুত শিক্ষক বাড়ানো দরকার।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকিকুর রেজা খান বলেন, ‘অফিসে জনবলের অভাব সত্ত্বেও নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে। শিক্ষকসংকট রয়েছে, তারপরও ছাত্রছাত্রীদের স্বাভাবিক পাঠদান অব্যাহত রাখছেন শিক্ষকেরা। আশা করি, আগামী নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে সংকট দ্রুত কেটে যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত