অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে প্রধান শিক্ষক নেই। শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। পদোন্নতি ও চলতি নিয়োগে শূন্য পদ পূরণের আশা উপজেলা শিক্ষা কার্যালয়ের।
জানা গেছে, উপজেলায় ৩০টি সহকারী শিক্ষকের পদও শূন্য। ১৬ হাজার শিক্ষার্থীর পাঠদানে রয়েছেন ৩২৫ জন শিক্ষক। কাটিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চয়ন বলেন, বেশ কয়েক বছর ধরে প্রধান শিক্ষকসহ তিনটি পদ শূন্য। দুজন শিক্ষককে ২০৭ জন শিক্ষার্থীকে পাঠদান ও দাপ্তরিক কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয়। এখানে দ্রুত শিক্ষক পদায়ন করা দরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়টি ইউনিয়নে ৪৪টি সরকারি, ২৪টি জাতীয়করণ ও ১৫০০ প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের চারটিসহ ৭২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রেণিকক্ষে ৪০ শিক্ষার্থী অনুপাত ১ শিক্ষক পঠন-পাঠনের নিয়ম থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে তা মানা হয় না।শ্রেণিকক্ষে ৬০ থেকে ৭৫ জনের বেশি শিক্ষার্থীকে গাদাগাদি করে বসে পাঠ নিতে হয়। কক্ষ ও আসবাবের সংকটের মাঝে পাঠদান স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় শিক্ষকদের।
উপজেলা সদর ইউনিয়নের ইটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮৬ জন শিক্ষার্থীর জন্য আটজন শিক্ষক থাকলেও শূন্য পদ একটি। সরকারি কারিকুলামে দরকার ১২ জন শিক্ষক।
ইটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ঠাকুর বলেন, ‘সরকারি নীতি মতে, বিদ্যালয়ে যেভাবে শিক্ষক রয়েছে, সেই হিসাবে সংকট। তবে যথাসাধ্য চেষ্টা করি, বাড়তি চাপ হলে শিক্ষার্থীদের সমস্যা না হয়। দ্রুত শিক্ষক বাড়ানো দরকার।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকিকুর রেজা খান বলেন, ‘অফিসে জনবলের অভাব সত্ত্বেও নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে। শিক্ষকসংকট রয়েছে, তারপরও ছাত্রছাত্রীদের স্বাভাবিক পাঠদান অব্যাহত রাখছেন শিক্ষকেরা। আশা করি, আগামী নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে সংকট দ্রুত কেটে যাবে।’
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে প্রধান শিক্ষক নেই। শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। পদোন্নতি ও চলতি নিয়োগে শূন্য পদ পূরণের আশা উপজেলা শিক্ষা কার্যালয়ের।
জানা গেছে, উপজেলায় ৩০টি সহকারী শিক্ষকের পদও শূন্য। ১৬ হাজার শিক্ষার্থীর পাঠদানে রয়েছেন ৩২৫ জন শিক্ষক। কাটিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চয়ন বলেন, বেশ কয়েক বছর ধরে প্রধান শিক্ষকসহ তিনটি পদ শূন্য। দুজন শিক্ষককে ২০৭ জন শিক্ষার্থীকে পাঠদান ও দাপ্তরিক কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয়। এখানে দ্রুত শিক্ষক পদায়ন করা দরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়টি ইউনিয়নে ৪৪টি সরকারি, ২৪টি জাতীয়করণ ও ১৫০০ প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের চারটিসহ ৭২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রেণিকক্ষে ৪০ শিক্ষার্থী অনুপাত ১ শিক্ষক পঠন-পাঠনের নিয়ম থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে তা মানা হয় না।শ্রেণিকক্ষে ৬০ থেকে ৭৫ জনের বেশি শিক্ষার্থীকে গাদাগাদি করে বসে পাঠ নিতে হয়। কক্ষ ও আসবাবের সংকটের মাঝে পাঠদান স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় শিক্ষকদের।
উপজেলা সদর ইউনিয়নের ইটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮৬ জন শিক্ষার্থীর জন্য আটজন শিক্ষক থাকলেও শূন্য পদ একটি। সরকারি কারিকুলামে দরকার ১২ জন শিক্ষক।
ইটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ঠাকুর বলেন, ‘সরকারি নীতি মতে, বিদ্যালয়ে যেভাবে শিক্ষক রয়েছে, সেই হিসাবে সংকট। তবে যথাসাধ্য চেষ্টা করি, বাড়তি চাপ হলে শিক্ষার্থীদের সমস্যা না হয়। দ্রুত শিক্ষক বাড়ানো দরকার।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকিকুর রেজা খান বলেন, ‘অফিসে জনবলের অভাব সত্ত্বেও নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে। শিক্ষকসংকট রয়েছে, তারপরও ছাত্রছাত্রীদের স্বাভাবিক পাঠদান অব্যাহত রাখছেন শিক্ষকেরা। আশা করি, আগামী নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে সংকট দ্রুত কেটে যাবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪