Ajker Patrika

চামড়ার জুতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৫
চামড়ার জুতা

একটু দামি চামড়ার জুতা কিনতেই অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এগুলো টেকেও অনেক দিন। কিন্তু অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে।

জুতা ভিজলে দ্রুত শুকাতে হবে

কোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকানো ঠিক নয়। অল্প রোদ পড়ে এমন জায়গায় রেখে বা সাধারণ ফ্যানের বাতাসে জুতা শুকিয়ে নেওয়া ভালো।

পরার আগে ব্রাশ করুন

টেকসই ও চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালি পরিষ্কার করতে ব্রাশ ব্যবহার করুন নিয়মিত।

নিয়মিত পলিশ

চামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিমপলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে।

ছবি: পেক্সেলসআবদ্ধ স্থানে রাখবেন না

অনেক দিন পরা হয় না এমন চামড়ার জুতা অনেকেই বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন স্থানে চামড়ার জুতা রাখলে ভালো থাকবে।

কয়েক জোড়া মিলিয়ে পরুন

প্রতিদিন একই চামড়ার জুতা পরে বাইরে যাওয়া উচিত নয়। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এতে পা ঘেমে যাওয়ার কারণে জুতার ভেতরে যে আর্দ্র ভাব থাকে, তা শুকিয়ে যাবে।

কাদা লাগলে

চামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে জুতা থেকে কাদা দূর করুন। এ জন্য প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছতে হবে।

সূত্র: টাইম নাও নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত